খানেদের বলিউডে সর্বদাই সামনের সারিতে রাখা হয়েছে। সলমন খানের টাইগার ফ্র্যাঞ্চাইজি হোক বা আমির খানের দঙ্গল ম্যানিয়া। আবার শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস- সবধরনের চরিত্রেই তারা দর্শকদের মন কেড়ে নিতে পারে। দীর্ঘদিন দাপটে রাজ করায় তিন খানের হাতে রয়েছে প্রচুর সম্পত্তি। রাশি রাশি টাকা, বিলাসবহুল একাধিক অ্যাপাটমেন্ট, গাড়ি।