এই পাঁচ বলিউড সেলিব্রিটির কেরিয়ার প্রায় নষ্ট করে দিয়েছিলেন সলমন খান

তিনি বলিউডের ভাইজান। তিনি যেমন ভালো, তেমনই খারাপ। বলিউডে থেকে তাঁর সঙ্গে পাঙ্গা? সে বড় কঠিন ব্যাপার। অনেকটা সেই জলে থেকে কুমীরের সঙ্গে লড়তে যাওয়ার প্রবাদের মত। যাঁরাই তাঁর সঙ্গে টক্করে নেমেছেন, কার্যত শেষ হয়ে গিয়েছে সেই সব সেলেবদের কেরিয়ার। কারণ তাঁর নাম সলমন খান ওরফে সল্লু মিঞাঁ। 

Parna Sengupta | / Updated: Oct 21 2021, 10:42 PM IST
18
এই পাঁচ বলিউড সেলিব্রিটির কেরিয়ার প্রায় নষ্ট করে দিয়েছিলেন সলমন খান

একবার মাথা গরম হলে কাউকেই কিন্তু ছেড়ে কথা বলেন না ভাইজান সলমন খান। এমন অনেক তারকা আছেন যাদের সলমনের সঙ্গে গোলমালের জন্য বেশ খেসারত দিতে হয়েছে।

28

ইন্ডাস্ট্রিতে অনেকেরই উপকার করেছেন সলমন খান (Salman Khan) একথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তিনি ভালোর যেমন ভালো খারাপের ঠিক ততটাই খারাপ।

38

তাহলে চলুন জেনে নেওয়া যাক সেইসব চলচ্চিত্র তারকাদের সম্পর্কে যাদের সলমান খানের সাথে ঝগড়া করার পর কেরিয়ার ডুবে গিয়েছে। অনেকের প্রায় শেষের পথে। 

48

বিবেক ওবেরয়- তখন বলিউডের সেরা সুন্দরী ঐশ্বর্য রাইয়ের প্রেমে হাবু ডুবু খাচ্ছেন সলমন। এই সময়ই ঐশ্বর্যর সঙ্গে বিবেক ওবেরয়ের সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা ভালো ভাবে নিতে পারেননি ভাইজান। বোঝা মাত্রই বলিউডে বিবেকের কেরিয়ার পুরো শেষ করে দেন ভাইজান।

58

জন আব্রাহাম- জন আব্রাহাম এবং সলমন ২০০৬ সালে বাবুল ছবির সেটে মারামারি করেছিলেন বলে জানা গেছে। তারপর থেকে এই দুইয়ের মধ্যে কিছুই ঠিক হয়নি। কেউ কেউ এও বলেন যে অনেক ছবি থেকে জনকে সরিয়ে নেওয়ার পিছনে সলমনের হাত ছিল।

68

সুশান্ত সিং রাজপুত- সুশান্তের মৃত্যুর পর সবাই সলমনকে সম্পূর্ণ বয়কট করার সিদ্ধান্ত নেন। এটা বিশ্বাস করা হয়েছিল যে সলমনের কারণে সুশান্তের হাত থেকে অনেক ভাল ছবি বেরিয়ে গিয়েছে। সুশান্তের মৃত্যুর পর সলমনের বিরুদ্ধে বহুবার মেন্টাল হ্যারাসমেন্টের অভিযোগ আনা হয়েছিল। 

78

অরিজিৎ সিং- অরিজিৎ ও সলমনের গল্প সবাই জানে। অরিজিৎ বলেছিলেন যে সলমন জোর করে তার সিনেমা থেকে অরিজিতের গান সরিয়ে দিয়েছিলেন। এই কারণে, সলমন অরিজিৎকে উপর রুষ্ট হন, পাশাপাশি অরিজিতকে অনেক সিনেমার প্লেব্যাক থেকে বাদ দেন। 

88

ক্যাটরিনা কাইফ- একটা সময় ছিল যখন সলমান ক্যাটরিনাকে পছন্দ করতেন এবং তাদের প্রেমের খবর অনেক আলোচনাতেও ছিল। কিন্তু যখন ক্যাটরিনা সলমানের হাত ছেড়ে রণবীর কাপুরের হাত ধরলেন, সলমানের এই জিনিসটা পছন্দ হয়নি, যার কারণে ক্যাটরিনার ক্যারিয়ারের গতি কমে গিয়েছিল।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos