জুটেছে 'গোল্ড ডিগার' তকমা, আর পিছিয়ে থাকতে চান না সামান্থা, বিশেষ প্রশিক্ষণ শুরু নায়িকার

 বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী  হলেন সামান্থা রুথ প্রভু। সামান্থা রুথ প্রভুকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। গত একবছরের মধ্যেই যেন দর্শকদের মধ্যে নিজের জায়গা পাকিয়ে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। 'পুষ্পা'-র আইটেম সং-এর পর থেকেই সামান্থার জনপ্রিয়তা তুঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণের গন্ডি পেরিয়ে বলিউডের দিকে ঝুঁকছেন সামান্থা। তবে বোল্ডনেসের জন্য একাধিক নোংরা কটাক্ষ জুটলেও  তিনি আর প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চান না, এবার নয়া প্রস্তুতি শুরু করলেন সামান্থা।

Riya Das | Published : Sep 29, 2022 1:39 PM
110
 জুটেছে 'গোল্ড ডিগার' তকমা, আর পিছিয়ে থাকতে চান না সামান্থা, বিশেষ প্রশিক্ষণ শুরু নায়িকার

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভুকে নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে। দক্ষিণী সুন্দরীর প্রতিটা মুহূর্ত জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী  হলেন সামান্থা রুথ প্রভু। 

210


সামান্থা রুথ প্রভুকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। গত একবছরের মধ্যেই যেন দর্শকদের মধ্যে নিজের জায়গা পাকিয়ে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। 'পুষ্পা'-র আইটেম সং-এর পর থেকেই সামান্থার জনপ্রিয়তা তুঙ্গে।

310

ইতিমধ্যেই দক্ষিণের গন্ডি পেরিয়ে বলিউডের দিকে ঝুঁকছেন সামান্থা। তবে বোল্ডনেসের জন্য একাধিক নোংরা কটাক্ষ জুটলেও  তিনি আর প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চান না, এবার নয়া প্রস্তুতি শুরু করলেন সামান্থা।

410

বলিউড সূত্রে জানা গিয়েছে, এবার কোমর বেঁধে প্রতিযোগিতায় নেমে পড়েছেন  সামান্থা রুথ প্রভু। আসলে হিন্দিতে দক্ষিণী টান সবাই বুঝতে পারেন এবং সেটা  কাটানোর জন্য হিন্দি শেখা শুরু করে দিয়েছেন সামান্থা। 

510

সূত্রের খবর,হিন্দি শেখার জন্য একজন হিন্দি প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন সামান্থা। যিনি আবার বলিউডের এমন অনেক নায়ক-নায়িকাকে হিন্দির প্রশিক্ষণ দিয়েছেন। ভক্তদের চমক দিতেই নাকি এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা।

610

বলিউডের একগুচ্ছ ছবিতে সই করে নিয়েছেন সামান্থা। হাতে এই মুহূর্তে ছবির প্রচুর কাজ রয়েছে। তার আগেই ভাল করে হিন্দিটা শিখে নিতে চাইছেন সামান্থা। বরুণ ধাওয়ান, শকুন্তলম, খুশি, যশোদার সঙ্গে একসঙ্গে দেখা যাবে সামান্থাকে।
 

710

 তবে হঠাৎ করেই বেপাত্তা দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। নেটমাধ্যমেও অ্যাক্টিভ থাকছেন না সামান্থা। তবে হঠাৎ কী হল নায়িকার। এই প্রশ্নই আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। সূত্র থেকে জানা যাচ্ছে,  সামান্থা  নাকি অসুস্থ। নিজের শরীর ভাল নেই বলেই প্রকাশ্যে আসছেন না।  

810

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই  ত্বকের বিরল রোগে ভুগছেন সামান্থা রুথ প্রভু। জানা গিয়েছে রোগের চিকিৎসা করাতেই আমেরিকা গিয়েছেন সামান্থা।  ইতিমধ্যেই সামান্থার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। অভিনেত্রীর কথা শুনেই উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে। সামান্থা এখন কেমন আছেন তা নিয়েই জল্পনা বাড়ছে।

910

সম্প্রতি অভিনেত্রীর ম্যানেজার মহেন্দ্র জানান, সামান্থা কোনওরকম ত্বকের রোগে আক্রান্ত নন। এবং বিদেশে কোনও চিকিৎসা করাতেও যাননি দক্ষিণী সুন্দরী। এগুলো শুধুই রটনা। তবে সামান্থা কেন আমেরিকা গিয়েছেন তা স্পষ্ট করেননি মহেন্দ্র। তবে ঠিক কী হয়েছে সামান্থার তা এখনও জানা যায়নি। 

1010

সামান্থার অসুস্থতার খবর শোনা মাত্রই ফ্যানেদের মন খারাপ। ভক্তরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে কোন কঠিন অসুখে ভুগছেন সামান্থা, তা নিয়ে উঠছে নান প্রশ্ন। এখন কি সুস্থ আছেন, সে ব্যাপারেও কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রথমসারির প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শরীর ভাল নেই সামান্থার। এবং চিকিৎসকের পরামর্শ মেনেই বাড়ি থেকে বেরোচ্ছেন না অভিনেত্রী।   

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos