সামান্থার অসুস্থতার খবর শোনা মাত্রই ফ্যানেদের মন খারাপ। ভক্তরা অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে কোন কঠিন অসুখে ভুগছেন সামান্থা, তা নিয়ে উঠছে নান প্রশ্ন। এখন কি সুস্থ আছেন, সে ব্যাপারেও কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রথমসারির প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শরীর ভাল নেই সামান্থার। এবং চিকিৎসকের পরামর্শ মেনেই বাড়ি থেকে বেরোচ্ছেন না অভিনেত্রী।