সম্প্রতি শেহনাজের ভাই তাঁর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বোনের সঙ্গে কোয়ালিটি টইম স্পেন্টের ছবি শেয়ার করেছেন। সেখানে শেহবাজ ক্যাপশনে লিখেছেন, ভাইদের কাছে বোনেরা হল অন্যতম সেরা উপহার। সেলেবদের শুধু বোল্ড ইমেজ বা পার্টি মোমেন্টই নয়, এই ধরনের সুন্দর ছবিও ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।