'আর পারলাম না, বিদায় জঘন্য পৃথিবীকে', নিজেকে শেষ করার আগে পোস্ট বিখ্যাত নায়িকার

Published : Jul 22, 2020, 05:33 PM IST

শারীরিক রোগ থেকে মানসিক রোগ অনেক বেশি জটিল। আর এই রোগের কাছেই অবলীলায় হার মেনে নিচ্ছেন অনেকেই । একটাই শব্দ মানসিক অবসাদ। এই শব্দটাই তিলে তিলে শেষ করছে একাধিক প্রাণ। কত শক্তিই রয়েছে এই ছোট্ট শব্দটার মধ্যে যে মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে নিঃশব্দেই। এই মহাসঙ্কট কালে একাকীত্ব,নিঃসঙ্গতা,সামাজিক বিচ্ছিন্নতা কুরে শেষ করে দিচ্ছে এক-একটি তাজা প্রাণ। সম্প্রতি চরম মানসিক অবসাদে ভুগছেন দক্ষিণী অভিনেত্রী জয়শ্রী। ডিপ্রেশনে নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন অভিনেত্রী। যা চোখে পড়া মাত্রই হুলুস্থুলু কান্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

PREV
18
'আর পারলাম না, বিদায় জঘন্য পৃথিবীকে',  নিজেকে শেষ করার আগে পোস্ট বিখ্যাত নায়িকার

নিজেদের হতাশা, যন্ত্রণার কথা অনেকেই মুখ ফুটে বলতে পারেন না, আবার অনেকেরই মানসিক অবসাদ থাকলেও তা ধরাও পড়ে না। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এই রোগ যেন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

28

মানসিক অবসাদে ভুগছেন দক্ষিণী অভিনেত্রী জয়শ্রী রামাইয়া। এতটাই চরমে পৌঁছেছে যা আ সহ্য করতে পারতেন না অভিনেত্রী।

38


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী।

48

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন এই অভিনেত্রী। আর তা জানিয়েই সকলের উদ্দেশ্যে একটি পোস্টও করেছেন জয়শ্রী।

58

অভিনেত্রী সোশ্যালে লিখেছিলেন আমি আর পারছি না, পৃথিবী ছাড়লাম। মহূর্তের মধ্যে অভিনেত্রীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

68

তার এই লেখা দেখেই ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন। সকলেই জানার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন কী হয়েছে অভিনেত্রীর।

78

ভক্তদের পোস্ট দেখে নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী। তারপরেই একটি পোস্টে তিনি জানিয়েছেন, আমি ভাল আছি।সকলকে অনেক ভালবাসা।

88

এরপর অভিনেত্রীকে একে একে সকলেই মন শক্ত রাখার পরামর্শ দিয়েছেন। এমনকী তার সহকর্মীরাও তার পাশে রয়েছেন।

click me!

Recommended Stories