পুরুষের পক্ষে এবার মুখ খুললেন সানি লিওন। বর্তমানে হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সানি লিওন। তাঁর প্রতিটি ছবি নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে মুহূর্তে। কিন্তু গোটা দেশ যখন নারী নির্যাতন নিয়ে মুখ খুলছে, তখনই পুরুষদের পাশে দাঁড়ালেন সানি।
Jayita Chandra | Published : Jan 10, 2020 11:17 PM / Updated: Feb 25 2020, 04:12 PM IST
নারী নির্যাতন নিয়ে যখন গোটা দেশ তোলপার হচ্ছে, তখনই সানি লিওন মুখ খুললেন পুরুষদের নির্যাতন নিয়ে। পুরুষদের হয়ে কথা বলে সকলের নজর কাড়লেন সানি।
সানি লিওন জানালেন হ্যাসট্যাগ মিটু-র সুবাদে আজ নির্যাতনের কথা সকলের সামনে তুলে ধরাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।
তবে মনে রাখতে হবে নির্যাতনের শিকার যে কেবল মেয়েরা এমনটা নয়। ছেলেদেরও মাঝে মধ্যেই এই সমস্যার শিকার হতে হয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই জানান সানি। তিনি আরও স্পষ্ট করে বুঝিয়ে দেন যে প্রতিটি ক্ষেত্রেই কোন না কোনও সমস্যাতে ছেলেদেরও পড়তে হয়।
তাই নারী নির্যাতন নয়, নির্যাতন বিষয়টাই বন্ধ হওয়া উচিৎ। সমাজকে এমনভাবে তৈরি করতে হবে যা সকলের জন্য সুরক্ষিত হয়।
এক সময় তিনি নিজেই নীসল ছবির সঙ্গে যুক্ত ছিলেন। তবে নিজেই সানি শিকার করেছিলেন, সে পথ তিনি নিজেই বেছে নিয়েছিলেন।
তবে এখন তা অতীত। বলিউডের অন্যতম পরিচিত মুখ এখন সানি লিওন। একের পর এক ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
প্রথম থেকেই সানি লিওনের ভক্তের সংখ্যা বিপুল, তবে বর্তমানে সেই সংখ্যা ছাপিয়েছে মিলিয়ন। তাঁর স্টাইল থেকে শুরু করে আউট ফিট, এক কথায় অনবদ্য।
রিয়ালিটি শো-এর সুবাদে সানি লিওন এখন সকলের ড্রইং রুমে। সপ্লিটসভিলা-তে রণবিজয়ের সঙ্গে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি।
নেট দুনিয়ায় বরাবরই অ্যাক্টিভ সানি লিওন। মাঝে মধ্যেই হট ছবি পোস্ট করে ভক্তদের মনে ঝড় তোলেন তিনি। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন সানি।
ভক্তদের একগুচ্ছ চুমু উপহার দিয়েছেন তিনি। মুহুর্তে নেই ভিডিও নেট দুনিয়ায় ভাই। পাশাপাশি সম্প্রতি করা একটা ফোটোশ্যুটের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
মাঝে মধ্যেই সানি নিজের ফোটোশ্যুটের ছবি নেট দুনিয়ায় শেয়ার করে থাকেন। যা মুহুর্তে ঝড় তোলে ভক্তদের মনে।
তবে অতীত জীবনে যাই থাকুক না কেন, সানি লিওন বর্তমানে বলিউডেই নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন সানি।
তবে কোনও ভাবেই সেই চরিত্রে তিনি পুরোনো কোনও আঁচ পড়তে দিতে নারাজ। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যেন তিনি কোনও অস্বস্তিকর চরিত্রে কাজ করবেন না।
এই কারণেই হাত ছাড়া হয়েছে অভিনেত্রীর একাধিক ছবি। হাতে একের পর স্ক্রিপ্ট। কিন্তু প্রাপ্তবয়ষ্ক চিত্রনাট্যে সাফ না সানির।
বর্তমানে সানি ও তাঁর বর ডেনিয়ল তিন সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন। সম্প্রতি নিশার জন্মদিন মহাধূমধামে পালন করেছিলেন তিনি।
মেয়ে নিশার সঙ্গে সানি মানানসই পোশাকও পরে পার্টিতে সেলিব্রেশনে মেতে ছিলেন সানি লিওন। সেই ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তিনি ভক্তদের সঙ্গে।
বর্তমানে সানির হাতে বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজ। তার মধ্যে কয়েকটি প্রযোজক সংস্থাকে ডেটও দিয়েছেন তিনি।
শ্যুটিং শেষ স্পিল্টসভিলার। তাই অভিনেত্রী এখন ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়াও নিজের স্কুলের প্রতিও নজর দিয়েছেন।
হট নায়িকাদের তালিকাতে অন্যতম নাম সানির। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বদলে ফেলেছেন নিজের কাজের ধরন। কিন্তু কোথাও গিয়ে যেন আজও তাঁর পর্দায় চরিত্রের উপস্থাপনা দর্শকদের নজর কাড়ে হট লুকেই।