মধ্যরাতের পার্টি থেকে সাত সকালের মোটিভেশন, এক নজরে পর্দার পেছনের বি-টাউন

Published : Jan 17, 2020, 06:48 PM ISTUpdated : Jan 17, 2020, 07:27 PM IST

সেলিব্রিটিদের রাতের জলসাটা যতটা সুন্দর, ঠিক ততটাই শান্তি-স্নিগ্ধ সাত সকাল। রাতের জমকালো পার্টিতে মত্ত সেলেবরাই সকালে জিমের পথে। শরীর সুস্থ রাখার পাশাপাশি দিনভর ধকল, কখনও আবার রাতের পর রাত জেগে পার্টি, শ্যুটিং। ঝক্কি পোহাতেই সকালের প্রস্তুতিতেও নজর কাড়েন সকলেই। দেখে নেওয়া যায় শুক্রবারের পর্দার পেছনে ফ্রেমবন্দি হলেন কোন তারকারা।

PREV
118
মধ্যরাতের পার্টি থেকে সাত সকালের মোটিভেশন, এক নজরে পর্দার পেছনের বি-টাউন
আমাজন প্রাইমের ব্লু কার্পেট ইভেন্টে হাজির নেহা ধুপিয়া। এদিন সকলের সঙ্গে এসে পোজ দিয়ে ছবি তুললেন তিনি।
218
আমাজন প্রাইম ভিডিও-র বিশেষ অনুষ্ঠান। বন্ধুর সঙ্গেই এদিন নীল কার্পেটে হাজির হন ফারহান আখতার।
318
বর্তমানে স্ট্রিট ডান্সার থ্রি ডি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। চলতি মাসেই মুক্তি পাবে ছবি।
418
আমাজন প্রাইম ভিডিও-র বিশেষ অনুষ্ঠান। লাল নয়, এবার নীল কার্পেটে নামল বি-টাউনের ঢল। একে অন্যকে টেক্কা দিয়ে হাজির তারকারা।
518
আমাজন প্রাইম ভিডিওর ব্লু কার্পেট ইভেন্টে হাজির জেনেলিয়া ও রীতেশ দেশমুখ। থিমের সঙ্গে এদিন মানানসই পোশাক পরে হাজির হন রীতেশ দেশমুখ।
618
ছবির প্রচারে ব্যস্ত শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যেই একের পর এক গানও মুক্তি পেয়েছে স্ট্রিটডান্সার থ্রি ডি ছবির। প্রতিটি ফ্রেমেই যেন পার্ফেক্ট শ্রদ্ধা।
718
দিনের শেষে সেলিব্রেশনে হাজির বি-টাউনের সব তারকাই। বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে ফ্রেমবন্দি অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক।
818
আমাজন প্রাইম ভিডিওর ব্লু কার্পেট ইভেন্টে হাজির বিদ্যা বালান। সকলের সঙ্গে এদিন তিনি পোজ দিয়ে ছবি তুলে নজর কাড়লেন।
918
আমাজন প্রাইম ভিডিও-র বিশেষ অনুষ্ঠান। সেখানেই বিশেষ আমন্ত্রণ পেয়ে বৃহস্পতিবার নামল বলিউড তারকাদের ঢল।
1018
আমাজন প্রাইম ভিডিও-র বিশেষ অনুষ্ঠান। বিপুল অঙ্কের টাকা টলতি বছরে বিনিয়োগ করতে চলেছে আমাজন প্রাইম।
1118
শুক্রবার সকালে জিমের পথে জাহ্নবী। তিনিও এখন তখত ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। তারই মাঝে শরীরচর্চায় মন দিয়েছেন তিনি।
1218
মধ্যরাতের পার্টি থেকে সাত সকালের মোটিভেশন, রইল দিনের সেরা বলিউডের খবরাখবর
1318
বৃহস্পতিবার মধ্যরাতে বিমানবন্দরে প্রিয়ঙ্কা চোপড়া। হাতে থাকা বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত এখন প্রিয়ঙ্কা চোপড়া।
1418
শুক্রবারই মুক্তি পেল লাভ আজ কাল ছবির ট্রেলার। এদিন সকালেই জিমের পথে খুশ মেজাজে সারা আলি খান।
1518
ফ্যানের সঙ্গে ভিকি কৌশল। বর্তমানে তিনি তখত ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত। শুক্রবার হাজির হয়েছিলেন ধর্ম প্রোডাকশনের অফিসে।
1618
বৃহস্পতিবার আমাজনের ব্লু কার্পেট ইভেন্টে বলিউডের বিশেষ আমন্ত্রণ। সেই উপলক্ষ্যেই অনুষ্ঠানে হাজির ছিলেন সকলেই।
1718
বৃহস্পতিবার জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন সিদ্ধার্থ মালহোত্রা। এদিন বিভিন্ন ভক্ত মহল থেকে আসা উপহার, কেক পেয়ে বেজায় খুশি অভিনেতা। ফ্যান ক্লাবে হাজির হয়ে তুললেন ছবিও।
1818
ফ্যানের সঙ্গে কার্তিক আরিয়ন। ব্যস্ততার মাঝেই গা়ড়ির মধ্যে থেকে ভক্তের সঙ্গে তুললেন সেলফি।
click me!

Recommended Stories