২০২০ জুড়ে OTT-র ঝড়, সব থেকে বেশি সার্চ লিস্টে কোন কোন ওয়েব সিরিজ, জানুন তালিকায় কারা

Published : Dec 10, 2020, 04:04 PM IST

২০২০ সালে ওয়েব সিরিজের ছিল বছর ভর দাপট। কারণ চলতি বছর করোনার কোপে বন্ধ ছিল বিনোদনের সব রাস্তা। যার ফলে ওটিটি প্লাটফর্মগুলোই এক প্রকার ঝড় তুলেছে। আর সেই কড়া টক্করে সামিল কারা, হদিশ মিলল সার্চ লিস্টে। 

PREV
19
২০২০ জুড়ে OTT-র ঝড়, সব থেকে বেশি সার্চ লিস্টে কোন কোন ওয়েব সিরিজ, জানুন তালিকায় কারা

মানি হেইট- লকডাউনের সময় মুক্তি পায় মানি হেইট নেটফ্লিক্সে। মুক্তি পাওয়ার পরই তা ভক্তমহলে ঝড় তুলেছিল। চলতি বছরে সর্বাধিক সার্চের তালিকায় প্রথম নাম লিখিয়েছে এই ছবি। 

29

স্ক্যাম ১৯৯২- হারশদ মেহেতার জীবনী নির্ভর এই ওয়েব সিরিজ সামনে এসেছিল অক্টোবর মাসে। মুক্তির পর থেকেই তা ঝড় তুলেছিল নেট মহলে। 

39

মির্জাপুর ২- মির্জাপুর ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পর থেকেই তা জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নেয়। এর পর থেকেই ভাইরাল হয়ে যায় মির্জাপুর ২। 

49

পাতাল লোক- অনুষ্কা শর্মা প্রযোজিত এই ওয়েজ সিরিজ ট্রেলার লঞ্চের পর থেকেই নজর কেড়েছিল ভক্তমহলের। 

59

সেক্স এডুকেশন- দ্বিতীয় সিরিজ মুক্তি পেয়েছিল জানুযায়ী মাসে। বছর ভর এই ওয়েব সিরিজ দর্শকের মনে জায়গা করে রাখে। 

69

ব্রেথ- রিভিউ খুব একটা আশানুরূপ না হলেও অভিষেক বচ্চনের এই ডেবিউ এক কথায় বলতে গেলে ঝড় তুলেছিল। 

79

ডার্ক- সুপারন্যাচারাল, টুইস্টে ভরপুর ওয়েব সিরিড ডার্ক বেশ প্রশংসিত হয় দর্শক মহলে। ট্রেলার লঞ্চের পর থেকেই মুক্তির অপেক্ষা দিনগুণেছে ভক্তরা। 

89

বন্দীশ ব্যান্ডিট- মিউজিক্যাল জার্নির এই সিরিজ এক কথায় বলতে গেলে সকলের মন ছুঁয়ে গিয়েছিল। মুক্তি পাওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে ওঠে সর্বত্র। 

99

স্পেশ্যাল ওপস- অ্যাকশন থ্রিলার স্পেশ্যাল ওপস, মুক্তির পর থেকেই এই থ্রিলারে গা ভাসিয়েছে দর্শকেরা। 

click me!

Recommended Stories