সোনমের কোর্টের বোতাম খোলা-ঠিকরে বেরিয়ে আসছে বেবি বাম্প, উরফি-রিহানার নাম করে কটাক্ষ নেটিজেনদের

সোনম কাপুর - ফ্যাশানকে এক অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে। মাতৃত্বকালীন অবস্থাতেও যে ফ্যাশন আইকন হয়ে ওঠা যায় তার স্বাদ তিনি দিলেন ভারতীয়দের। সম্প্রতি লন্ডনের রাস্তায় তাঁর একটি ছবি পোস্ট করেছেন তাঁর বোন রিয়া। কিন্তু সেই ছবি ঘিরে নেটিজেনদের তীব্র কটাভের মধ্যে পড়তে হয়েছে বলি- অভিনেত্রীকে। 

Saborni Mitra | Published : Jun 12, 2022 2:34 PM IST / Updated: Jun 12 2022, 08:16 PM IST
19
সোনমের কোর্টের বোতাম খোলা-ঠিকরে বেরিয়ে আসছে বেবি বাম্প, উরফি-রিহানার নাম করে কটাক্ষ নেটিজেনদের


লন্ডনের রাস্তায় সোনম কাপুর। একটি লম্বা জ্যাকেট আর আর প্যান্ট পরেছেন তিনি। বেরিয়ে পরেছে তাঁর বিশাল বেবি বাম্প। 
 

29


লন্ডনের রাস্তায় তোলা ছবিতে স্পষ্ট সোনমের বক্ষবিভাজিকা। লম্বা কোটের বোতাম খোলা।  যাতে উঁকি মারছে বক্ষ । পুরো উন্মুক্ত পেট। 
 

39


এই ছবির জন্য নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে সোনম কাপুরকে। পপস্টার রিহানা বা টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে তাঁর তুলনা করা হয়েছে। 
 

49

 সোনমকে কটাক্ষ 
রিহানাকে সোনম নকল করছেন বলে অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমা সংস্কৃতি ভারতে না চালু করার আবেদনও জানিয়েছে অনেক। 

59


সোশ্যাল মিডিয়া রীতিমত জনপ্রিয় উরফি জাভেদ। তাঁর উদভট পোশাকের জন্য সমালোচিত হন তিনি। অনেকেই সোনমের এই ছবি দেখে বলেছেন উরপি করলে বোকা আর সোনম করলে কুল। এটা চলতে পারে না। 

69


একজন ব্যবহারকারী বলেছেন যে তিনি এখন কীভাবে তার বেবি বাম্পকে ফ্লান্ট করছেন, পরে তিনি তার শিশুর মুখ দেখাতে পারবেন তো। অনেক মহিলাই গর্ভাবতী হন। কিন্তু তা নিয়ে এমন বাড়বাড়ি করেন না। 
 

79


সন্তান ধারণের প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন সোনম। স্বামীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন। 

89


পরবর্তীকালেও নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন। যাতে অনেকেই তাঁকে মনোমোহিনী বলে আখ্যা দিয়েছিলেন। নিজের মাতৃত্বের অনুভূতি তিনি শোয়ার করেছিলেন। 
 

99


রিয়া কাপুর একজন চলচ্চিত্র প্রযোজক এবং স্টাইলিস্ট (লন্ড। তিনি সোনম কাপুর অভিনীত আয়েশা, খুবসুরাত এবং ভিরে দি ওয়েডিং-এর মতো ছবি সহ-প্রযোজনা করেছেন। বোন-দুই রেসন নামে একটি পোশাকের ব্র্যান্ডও চালায়, যা 2017 সালে চালু হয়েছিল।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos