ছবিটি মুক্তির সঙ্গেসঙ্গেই রীতিমত আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। ছবিতে শান্তভাবে চুপিসারে দেশের জন্য লড়াই করা সর্দার উধামের (Sardar Udham) চরিত্রে অভিনয় করেছেন ভিকি (Vicky Kaushal), এবং বলার অপেক্ষা রাখে না ছবিতে ভিকির (Vicky Kaushal) অভিনয় দুর্দান্ত সাড়া ও ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।