কাস্টিংএ পরিবারের জড়িত কী
এই ছবির কাস্টিং-এ পরিবারের সদস্যরা সরাসরি জড়িত ছিলেন- তা জানতে চাওয়া হয়ে বিক্রম বার্তার বাবা গিরিধর লাল বলেন, অনেক নামই উঠে এসেছিল। শেষপর্যন্ত সিদ্ধান্ত মালহোত্রাকে নির্বাচন করা হয়। পরিবারের সদস্যরা মনে করেন সিদ্ধার্থ পঞ্জাবি হওয়ার সুবাদে চরিত্রের প্রতি ন্যাবিচার করেছেন।