মার্টিনেজ বাঁচিয়ে রাখল মেসির স্বপ্ন, কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা 'মহাযুদ্ধ'

আরও একবার স্বপ্নপূরণের হাতছানি। দেশের জার্সি গায়ে ট্রফি জয় থেকে মাত্র ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি। কোপা আমেরিকার সেমি ফাইনালে রুদ্ধশ্বাস ম্য়াচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে পৌছল আর্জেন্টিনা। এবার ফাইনালে চিরপ্রতীদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি মেসির আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সেরা মহারণকে ঘিরে চড়তে শুরু করেছে পারদ। 

Sudip Paul | Published : Jul 7, 2021 8:50 AM IST / Updated: Jul 07 2021, 02:21 PM IST
110
মার্টিনেজ বাঁচিয়ে রাখল মেসির স্বপ্ন, কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা 'মহাযুদ্ধ'
কলম্বিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই আক্রণাত্মক ভঙ্গিতে ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্য়াচের তিন মিনিটের মাথাতেই তিন জনকে কাটিয়ে লাওতারো মার্টিনেজের উদ্দেশ্যে ক্রস বাড়িয়েছিলেন মেসি। কিন্ত তাতে গোল করতে পারেননি মার্টিনেজ।
210
কিন্তু গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্য়াচের ৭ মিনিটে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়ে মেসি। কিন্তু ৩ জন ডিফেন্ডার ঘিরে ধরায় বব বাড়ান অরক্ষিত লাওতারো মার্টিনেজকে। জোরালো শটে জালে বল জড়িয়ে দেন তিনি।
310
ম্যাচের প্রথমার্ধে লিড ধরে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় কলম্বিয়া। ৬১ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতা ফেরান সুইজ ডিয়াজ।
410
এরপর দুই দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু কাজের কাজ করতে পারেনি কেউই। ফলে নির্ধারাতি সময়ে ১-১ ব্যবধানেই শেষ হয় খেলা।
510
আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে গোল করেন মেসি, পারাদেস ও লাওতারো মার্টিনেজ। কিন্তু মিস করেন রডরিগো।
610
কলম্বিয়ার কুয়াদ্রাদো ও মিগুয়েল গোল করলেও, স্যাঞ্চেজ, মিনা ও করদোনার শট দুরন্ত ভাবে সেভ করেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।
710
ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার প্লেয়াররা উচ্ছ্বাসে মেতে ওঠেন। মেসি, দি মারিয়া, মার্টিনেজদের আবেগ-উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা।
810
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জড়িয়ে ধরেন লিওনেল মেসি। কারণ আর্জেন্টাইন মহাতারকার স্বপ্ন বাঁচিয়ে রাখল এমিলিয়ানো মার্টিনেজের দস্তানা।
910

এবার যেই স্বপ্নের ফাইনালের জন্য অপেক্ষা করছিল গোটা ফুটবল বিশ্ব, সেই অপেক্ষার অবসান। কোপার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা।

1010

ইতিমধ্যেই মেসিকে ফাইনালে দেখতে চাওয়ার কতা জানিয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলই যে জিতবে তারও হুঙ্কার ছেড়েছিলেন ব্রাজিল তারকা। ফাইনালে নিজের শ্রেষ্ঠত্ব ও দেশের জার্সিতে অধরা ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে মরিয়া মেসিও।

Share this Photo Gallery
click me!

Latest Videos