মাঝমাঠে ভরসা দিতে থাকছেন ব্র্যাড ইনম্যান, কার্ল ম্যাকহিউজরা৷ আবার বাগান ডিফেন্সও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী৷ এটিকে-তে খেলে যাওয়া তিরিকে এবার এটিকে-মোহনবাগানে ফেরানো হয়েছে৷ তার সঙ্গে থাকছেন দেশের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান৷ এ ছাড়াও রয়েছেন প্রীতম কোটাল৷ দুই প্রান্তে ঝড় তুলতে থাকছেন অভিজ্ঞ প্রবীর দাস, প্রতিশ্রুতিমান সুমিত রাঠিরা৷ সব মিলিয়ে নতুন ইতিহাসের শুরুর লগ্নে নতুন দলকে ঘিরে আশায় বুক বাঁধছে মোহনবাগান সমর্থকরা।