ইউরোর শেষ ষোলোর ঝলক থেকে কোয়ার্টার ফাইনালের সূচি, জেনে নিন এক নজরে

Published : Jun 30, 2021, 07:06 PM IST

লিগের পর শেষ হয়ে গেল ইউরো ২০২০-র  প্রথম নকআউট পর্ব অর্থার শেষ ষোলো রাউন্ডের খেলা। ইতিমধ্যে আটটি দলে পৌছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। ২ জুলাই থেকে শুরু হবে শেষ আটের খেলা। কেমন ছিল শেষ ষোলোর খেলা ও কোয়ার্টার ফাইনালে কোন দল, কবে কখন কার মুখোমুখি হতে চলেছে দেখে নিন এক ঝলকে।  

PREV
112
ইউরোর শেষ ষোলোর ঝলক থেকে কোয়ার্টার ফাইনালের সূচি, জেনে নিন এক নজরে

ইউরোর শেষ ষোলো রাউন্ডের প্রথম খেলায় ডেনমার্কের মুখোমুখি হয়েছিল ওয়েলস। ৪-০ গোলে ওয়েলসকে হারিয়ে ম্যাচ জেতে ডেনমার্ক। ম্যাচে জোড়া গোল করেন ডলবার্গ ও একটি করে গোল করেন জোয়াকিম ও ব্রেথওয়েট।
 

212

অপর ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া। দুরন্ত লড়াই দেয় অস্ট্রিয়া। ৯০ মিনিটে খেলার ফল ছিল অমীমাংসীত। অতিরিক্ত সময়ে ২-১ গোলে ম্যাচ জেতে ইতালি। 

312

ইউরোর প্রথম অঘটন ঘটে নেদারল্যান্ড বনাম চেক রিপাবলিক ম্যাচে। সেই ম্যাচে টমাস হোলস, প্যাটরিক সিকের গোলে ডাচদের ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌছায় চক।
 

412

শেষ ষোলোর ম্যাচে সকলের নজর ছিল বেলজিয়াম বনাম পর্তুগাল ম্যাচে। রোনাল্ডোর দলকে ১-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে যায় লুকাকু, ডি ব্রাউনিরা।

512

ইউরোর ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হয় ক্রোয়েশিয়া ও স্পেনের। তবে লড়াই করেও শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে হেরে ইউরো থেকে বিদায় নেয় ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা।
 

612

শেষ ষোলো রাউন্ডে সব থেকে বড় অঘটনটা ঘটায় সুইজারল্যান্ড। ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে ১২০ মিনিটে ৩-৩ ফলাফলে ড্র রাখে খেলা। শেষ টাইব্রেকারে বিশ্বজয়ীদের হারিয়ে  শেষ আটে পৌছায় সুইসরা। 

712

ইংল্যান্ড বনাম জার্মানির লড়াইয়ের দিকে নজর ছিল সকলের। চির প্রতীদ্বন্দ্বী জার্মানিকে  ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট হ্যাররি কেন, রাহিম স্টারলিংরা।

812

শেষ ষোলোর অন্তিম ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয় ইউক্রেন। কোচ হিসেবে দলকে ইউরোর শেষ আটে নিয় যান শেঙচেঙ্কো।

912

এবার কোয়ার্টার ফাইনালে ২ জুলাই ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টোভস্কি স্টেডিয়ামে মুখোমুখি সুইজারল্যান্ড বনাম স্পেন।

1012

৩ জুলাই রাত ১২.৩০ মিনিটে মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় কোয়ার্টার ফাইনালের মেগা ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি।

1112

৩ জুলাই ভারতীয় সময় রাত ৯.৩০মিনিটে বাকুর অলিম্পিক স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র মুখোমুখি হবে ডেনমার্কের। 

1212

৪ জুলাই ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউক্রেন ও ইংল্যান্ড।

click me!

Recommended Stories