জর্জিনার রিং ফিঙ্গারে জ্বলজ্বল করছে হীরের আংটি,তাহলে কি আসন্ন রোনাল্ডোর বিয়ে

জর্জিনা রডরিগেজের রিং ফিঙ্গারে জ্বল জ্বল করছে বিশালাকৃতির হীরের আংটি। এমনই এক ছবি শেয়ার করেছেন ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর বান্ধবী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শীঘ্রই কি বাজতে চলেছে সিআরসেভেনের বিয়ের সানাই।
 

Sudip Paul | Published : Jul 1, 2020 8:21 AM IST
111
জর্জিনার রিং ফিঙ্গারে জ্বলজ্বল করছে হীরের আংটি,তাহলে কি আসন্ন রোনাল্ডোর বিয়ে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবথেকে দীর্ঘ সময়ের বান্ধবী জর্জিনা রডরিগেজ। দুজনের মধ্যে সম্পর্ক যে বেশ মধুর তা তারা বারবার বুঝিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
 

211

রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সঙ্গে লম্বা সম্পর্ক ঘোচানোর পর একাধিক নারী সঙ্গে জড়ালেও জর্জিনার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যতটা গভীরভাবে সম্পর্কে রয়েছেন তা কারোর অজানা নয় ৷ 
 

311

এই সেলিব্রেটি যুগল বারবার নিজেদের প্রেমের খোলামেলা প্রদর্শন করেছেন। বিন্দাস শেয়ার করেছেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বারবার
 

411

শুধু প্রেমিকাই নয়, রোনাল্ডোর সন্তানের মাও হয়েছেন জর্জিনা। ২০১৭ -র ১২ নভেম্বর রোনাল্ডোর ছোট মেয়ে আলানা মার্টিনা রোনাল্ডো ও জর্জিনার সন্তান।

511

শুধু নিজের সন্তান নয়, রোনাল্ডোর অন্যান্য সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে লিভিং করছেন জর্জিনা। সেই একাধিক মুহূর্তের ছবিও বারবার ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

611


সম্প্রতি ইতালিতে চুটিয়ে উইকএন্ড কাটানোর একের পর এক ছবি পোস্ট করেছিলেন জর্জিনা। প্রেমিক-প্রেমিকার রৌদ্রস্নানরত অবস্থার ছবিও পোস্ট করেন জর্জিনা ৷
 

711

সেখানেই একটি ছবি উস্ক দিয়েছে রোনাল্ডোর বিয়ের জল্পনা। একটি ছবিতে দেখা যাচ্ছে যে ইয়টের ওপর রোনাল্ডোর বান্ধবীকে রোদ পোহাচ্ছেন। সেখানে তাঁর রিং ফিঙ্গারে একটি বিশালাকৃতি হীরের আংটি দেখা গেছে ৷ তারপর প্রশ্ন উঠছে তাহলে বাগদান হয়ে গিয়েছে দুই তারকার।
 

811

সেই ছবিগুলির একটি ক্যাপশন আবারও প্রমাণ করেছেন তাদের সম্পর্ক কতটা মজবুত। সেই ক্যাপশনে জর্জিনা লিখেছেন,  ‘তোমার চেয়ে যদি আমি কোনও জিনিস বেশি পছন্দ করি ,সেটা শুধুমাত্র ‘আমরা’৷

911

সেই ছবিই ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই বলতে শুরু করেছেন, এবার হয়তো বিয়েটা সেরেই ফেলবেন বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা।
 

1011

এর আগেও একাধিকবার এই প্রেমিক-প্রেমিকার চিরবন্ধনের খবর সামনে এসেছে কিন্তু কোনওদিনও সেটা বাস্তব হয়নি ৷ এখন দেখার এইবারের জল্পনার কোনও ফলাফল আদৌ বেরোয় কিনা।
 

1111

যদিও বিশ্ব জুড়ে রোনাল্ডোর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় তারকার বিয়ের জন্য। সকলেরই একটাই আবেদন সিআরসেভেনের কাছে, এবার ছাদনা তলায় এবার বসেই পড়ুন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos