৬. সব থেকে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড-
জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রী লিওনেল মেসিকে ছাপিয়ে গেছেন। তবে, টিম ইন্ডিয়া অধিনায়কের পক্ষে রোনাল্ডোকে স্পর্শ করতে এখনও সময় রয়েছে। পর্তুগাল অধিনায়কের ঝুলিতে দেশের জার্সিতে রয়েছে ১০৪ গোল। সিআর সেভেনের সামনে রয়েছে শুধুমাত্র ইরানের আলি দায়ি (১০৯)। আলিকে ছাপিয়ে যেতে হলে রোনাল্ডোকে করতে হবে আর ছটি গোল। এ বারের ইউরোতে সেই সুযোগ থাকছে রোনাল্ডোর সামনে।