১. সব চেয়ে বেশি বার ইউরো কাপ খেলা-
২০০৪ সালে প্রথমবার ইউরো কাপে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।। দেখতে দেখতে চারটি ইউরো কাপ খেলে ফেলেছেন তিনি। এবার ইউরো কাপ খেলে সর্বাধিক ৫টি ইউরো খেলার রেকর্ড গড়বেন সিআরসেভেন। ৪টি করে ইউরো খেলার রেকর্ড রয়েছে একাধিক প্লেয়ারের।
২. সব চেয়ে বেশি গোল-
ফ্রান্সের বিখ্যাত ফুটবলার প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোনাল্ডো। দুজনের ঝুলিতেই রয়েছে ৯টি করে গোল। এবার ইউরোতে একটি গোল করতে পারলেই, শীর্ষে পৌছে যাবেন পর্তুগীজ তারকা।
৩. অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি বার ইউরো কাপ জয়-
অধিনায়ক হিসেবে সবথেকে বেশি বার ইউরো কাপ জিতেছেন ইকের ক্যাসিয়াস। স্পেনের অধিনায়ক হিসেবে ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছেন ক্যাসিয়াস। ২০১৬ সালে অধিনায়ক হিসেবে ইউরো জিতেছেন রোনাল্ডো। এবার জিততে পারলে ক্যাসিয়াসকে ছোবেন তিনি।
৪. সব চেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো ফাইনালে গোল-
১১ জুলাই ফাইনাল। সে দিন রোনাল্ডোর বয়স হবে ৩৬ বছর ১৫৬ দিন। পর্তুগাল এবারও যদি ফাইনালে ওঠে আর ফাইনালের সেই ম্যাচে গোল করে সব চেয়ে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন রোনাল্ডো।
৫. ইউরো কাপে হ্যাটট্রিক-
দেশের হয়ে মোট ৯টি হ্যাটট্রিক রয়েছে রোনাল্ডোর। কিন্তু ইউরো কাপে কোনও হ্যাটট্রিক নেই ফুটবল মহাতারকার। এবার হয়তো শেষবারের মত সেই সুযোগ পাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৬. সব থেকে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড-
জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রী লিওনেল মেসিকে ছাপিয়ে গেছেন। তবে, টিম ইন্ডিয়া অধিনায়কের পক্ষে রোনাল্ডোকে স্পর্শ করতে এখনও সময় রয়েছে। পর্তুগাল অধিনায়কের ঝুলিতে দেশের জার্সিতে রয়েছে ১০৪ গোল। সিআর সেভেনের সামনে রয়েছে শুধুমাত্র ইরানের আলি দায়ি (১০৯)। আলিকে ছাপিয়ে যেতে হলে রোনাল্ডোকে করতে হবে আর ছটি গোল। এ বারের ইউরোতে সেই সুযোগ থাকছে রোনাল্ডোর সামনে।
৭. এক ইউরোতে সবথেকে বেশি গোল-
ফরাসি কিংবদন্তী মিশেল প্লাতিনি ১৯৮৪ সালে একটি মাত্র ইউরো কাপ খেলেই করেছিলেন ৯টি গোল। যা এখনও পর্যন্ত সেরা। এবার রোনাল্ডোর কাছে থাকছে সেই রেকর্ড গড়ার সুযোগ। এক টুর্নামেন্টে ৯টির বেশি গোল করা কঠিন হলেও, রোনাল্ডো ফর্মে থাকলে সব সম্ভব।
৮. কোয়ালিফায়ার সহ ইউরোতে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড-
এখনও পর্যন্ত ইউরোতে কোয়ালিফায়ার সহ সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ইতালির বুফোঁর। কিংবদন্তী গোলরক্ষক খেলেছেন মোট ৫৮টি ম্যাচ। সেই রেকর্ড ভাঙারও সুযোগ রয়েছে সিআরসেভেনর।