২. ক্রেস্তোস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া)
রাশিয়ার অন্যতম আকর্ষক এই মাঠে আয়োজিত হবে ইউরো কাপের মোট ৭টি ম্যাচ। এই মাঠের মোট দর্শকাসন ৬৭,৮০০। গ্রু বি-য়ের ৩টি ও গ্রুপ ই-য়ের তিনটি ম্যাচ আয়োজিত হবে এই মাঠে। এর মধ্যে গ্রুপ পর্বে রাশিয়ার দুটি ম্যাচ রয়েছে। এছাড়াও কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ হবে ক্রেস্তোস্কি স্টেডিয়ামে।