১২ জুন থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইউরো কাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি ইতালি বনাম তুরস্ক। এই প্রথমবার কোনও নির্দিষ্ট একটি দেশে নয়, ইউরো কাপ আয়োজিত হবে ইউরোপের ১১টি দেশের ১১টি আলাদা স্টেডিয়ামে। ইউরো কাপে ফিরতে চলেছে দর্শকও। তবে বিভিন্ন দেশে দর্শক সংখ্যা প্রবেশের শতাংশতে রয়েছে তারতম্য। ইউরো কাপ উপলক্ষ্যে নতুনভাবে সেজে উঠেছে ১১টি স্টেডিয়াম। চলুন ইউরোপের 'বিশ্বকাপ' শুরুর আগে দেখে নেওয়া যাক কোন কোন মাঠে হতে চলেছে ম্য়াচ।