পেলে-মারাদোনার একসঙ্গে বিরল মুহূর্তের ছবি,আবেগঘন শোক বার্তায় শেয়ার করলেন ফুটবল সম্রাট

ফুটবল বিশ্বের রাজপুত্র , ১৯৮৬ ফুটবল ববিশ্বকাপের নায়ক দিয়াগো মারাদোনার প্রয়াণের পর কেটে গিয়েছে ৭ দিন।  ব্রাজিলের রীতি অনুয়ায়ী মারাদোনাকে শোকবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানালেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলে কেউ প্রয়াত হলে চিরাচরিত প্রথা অনুযায়ী ৭ দিন পর তাঁকে শ্রদ্ধা জানানো হয়। আর ফুটবল রাজপুত্রের প্রয়াণে ফুটবল সম্রাটের আবেগঘন শোকবার্তা মন ছুঁয়ে গিয়েছে সকলের। ইনস্টাগ্রামে পেলে এই  শোকবার্তা শেয়ার করেল।

Sudip Paul | Published : Dec 4, 2020 7:35 AM IST

16
পেলে-মারাদোনার একসঙ্গে বিরল মুহূর্তের ছবি,আবেগঘন শোক বার্তায় শেয়ার করলেন ফুটবল সম্রাট

নিজের শোকবার্তায় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে পেলে লেখেন,'৭ দিন পার হয়ে গেল তুমি নেই। অনেকেই সারা জীবন তোমার আর আমার মধ্যে তুলনা করে এসেছে। কিন্তু আমার কাছে তুমি জিনিয়াস। তোমার পায়ে ফুটবল মানেই জাদু। পুরো বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে তুমি। 
 

26

'তুমি একজন সত্যিকারের কিংবদন্তী। তবে এই সব কিছুর থেকে তুমি আমার কাছে একজন খুব ভালো বন্ধু। আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হত। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়।'
 

36

এছাডা ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তী লেখেন,'তুমি তোমার নিজস্ব ভঙ্গিতে আমাদের ভালবাসতে শিখিয়েছ। সঙ্গে এটাও শিখিয়েছ, যত বেশি সম্ভব আমরা যেন ‘আই লাভ ইউ’ বলতে পারি।'

46

কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে, আমি আর সেটা তোমাকে বলতে পারিনি। তোমার কথা আমার সবসময় মনে পড়ে। তাই আজ এখানে লিখছি, আই লাভ ইউ, দিয়েগো।'
 

56

'বন্ধু,কোনও একদিন স্বর্গে গিয়ে আমরা একই দলে খেলব। আর সেদিন প্রথমবারের জন্য একটাও গোল না করেও আমি আনন্দে লাফিয়ে সেলিব্রেট করব। কারণ, সেদিন আরও একবার তোমাকে আলিঙ্গনের সুযোগ পাব আমি।'
 

66

এর আগে মারাদোনার প্রয়াণের দিনও শোক প্রকাশ করেছিলেন পেলে। সেদিন সোশ্যাল মিডিয়ায় পেলে লিখেছিলেন, 'অত্যন্ত বেদনাদায়ক খবর। এক জন প্রিয় বন্ধুকে হারালাম। অনেক কিছু বলার রয়েছে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বর ওঁর পরিবারকে শক্তি দিন। আশা করি এক দিন আকাশে ফুটবল খেলব আমরা।' এবার মারাদোনার প্রয়াণের ৭ দিন পর পেলে প্রিয় বন্ধুর প্রতি শোকবার্তা ও আরও একবার স্বর্গে গিয়ে একসঙ্গে ফুটবল খেলার ইচ্ছে প্রকাশ, নেটজেনদের কুর্নিশ আদায় করে নিয়েছে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos