ডিনাইজ বুয়েনো, ব্রাজিল-
তার প্রথম ম্যাচটি খেলা হয়েছিল সাও পাউলোতে। ডিজায়ার এবং স্পটিং-- এই দুই দল সে দিন মাঠে নেমেছিল। স্কিন টাইট একটি সাদা রঙের টি-শার্ট এবং কালো প্যান্টে ঝড় তুলেছিলেন ডিনাইজ। ফুটবলার তো বটেই, এমনকী গোটা মাঠের দর্শক থেকে সকলের নজর ছিল সেক্সি এই রেফারির দিকেই। রেফারিং ছাড়াও মডেলিং করেন ডিনাইজ ।