লক্ষ্য টানা ৫ ডার্বি জয়, ক্লোজড-ডোর অনুশীলনে সবুজ-মেরুন

ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। করোনা আবহে চারটি ম্যাচই হয়েছে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে। এবারই প্রথম আইএসএল-এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লড়াই করবে কলকাতার এই দুই দল। এখনও পর্যন্ত আইএসএল-এ চারটি সাক্ষাৎকারের প্রতিটিতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। এমনকী, চলতি মরসুমে ডুরান্ড কাপেও সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লাল-হলুদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয়ের রেকর্ড নিয়েই শনিবার মাঠে নামছে হুয়ান ফেরান্দোর দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবুজ-মেরুন কোচ টানা চারদিন ক্লোজড-ডোর অনুশীলনের ব্যবস্থা করেছেন। মঙ্গলবার থেকে মোহনবাগান মাঠে শুরু হয়েছে বড় ম্যাচের প্রস্তুতি। সংবাদমাধ্যমের পাশাপাশি সদস্য-সমর্থকদেরও অনুশীলন দেখার সুযোগ থাকছে না। একান্তে কলকাতা ডার্বির জন্য দলকে তৈরি করাই বাগান কোচের লক্ষ্য। আইএসএল-এ টানা পাঁচবার ইস্টবেঙ্গলকে হারানোর লক্ষ্যে দলকে তৈরি করছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ।

Web Desk - ANB | Published : Oct 25, 2022 7:43 PM
19
লক্ষ্য টানা ৫ ডার্বি জয়, ক্লোজড-ডোর অনুশীলনে সবুজ-মেরুন

গতবার হায়দ্রাবাদ এফসি-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন উইঙ্গার আশিস রাই। এই মরসুমে তাঁকে ও আশিক কুরুনিয়ানকে দলে নিয়ে এটিকে মোহনবাগান। কলকাতায় এসে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন এই দুই ফুটবলার। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দারুণ খেলেন আশিস। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তাঁর উপর ভরসা রাখছেন সবুজ-মেরুন কোচ হুয়ান ফেরান্দো। কলকাতা ডার্বিতে ভাল খেলাই লক্ষ্য আশিসের।

29

এটিকে মোহনবাগান বরাবরই আক্রমণাত্মক ফুটবল খেলে। আইএসএল-এ এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চারটি সাক্ষাৎকারেই বড় ব্যবধানে জয় পেয়েছে সবুজ-মেরুন শিবির। শনিবারও লাল-হলুদ রক্ষণের দুর্বলতার সুযোগ নেওয়াই লক্ষ্য বাগানের উইঙ্গার ও স্ট্রাইকারদের। ফের লাল-হলুদের জালে বল জড়াতে চান মনবীর সিং। সবুজ-মেরুন আক্রমণের অন্যতম ভরসা নতুন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতস। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ডার্বিতেও গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে সবুজ-মেরুন জনতা।

39

গত মরসুম থেকেই এটিকে মোহনবাগানের মাঝমাঠ ও আক্রমণের অন্যতম ভরসা হুগো বুমোস। এবার রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকাররা দলে না থাকায় বুমোসের উপর বাড়তি দায়িত্ব। কলকাতা ডার্বিতেও গোলের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল। সমর্থকদের আশা, স্ট্রাইকারদের জন্য গোলের ঠিকানা লেখা বল বাড়াবেন বুমোস এবং সেই থ্রু থেকে গোল হবে।

49

কলকাতা ডার্বি নিয়ে সবুজ-মেরুনের ডিফেন্ডার প্রীতম কোটাল বললেন, “ডার্বি সবসময় আলাদা। সব বাঙালির কাছেই এই ম্যাচের বিশেষ গুরুত্ব আছে। ডার্বি সবসময় ৫০-৫০। আশা করি এবারও আমরা জিততে পারব। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ায় দলের মনোবল তুঙ্গে। আশা করি শনিবার জয় পাব।”

এবারই প্রথম সবুজ-মেরুনে যোগ দেওয়া আশিক কুরুনিয়ান বললেন, “ইস্টবেঙ্গল ভাল দল। শনিবার আমাদের জিততে হলে ভাল খেলতে হবে। কোচ আমাকে যেখানে খেলতে বলবেন সেখানেই খেলব। প্রথম দলে থাকাই আসল ব্য়াপার।”

59

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে কোন চারজন বিদেশি থাকেন, সেদিকে নজর থাকবে সবার। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে মাঝমাঠে খেলে দুরন্ত গোল করেছেন কিরিয়াকু। তিনি রক্ষণের পাশাপাশি আক্রমণেও দলকে সাহায্য করছেন। ফলে তাঁর দলে থাকা নিশ্চিত। তবে সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেজ ভাল খেলতে পারছেন না। তাঁর ভুলে গোল হজম করতে হচ্ছে দলকে। তাই ডার্বিতে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন ইভানকে কীভাবে ব্যবহার করেন, সেটা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল এফসি

69

চলতি মরসুমের শুরু থেকেই লাল-হলুদ রক্ষণের ভরসা দুই তরুণ ডিফেন্ডার জেরি ও লালচুংগুঙ্গা। কলকাতা ডার্বিতেও এই দুই ডিফেন্ডারের খেলা নিশ্চিত। সেন্ট্রাল ডিফেন্সে লালচুংগুঙ্গা ও লেফট ব্যাক জেরি দলকে নির্ভরতা দিচ্ছেন। ডার্বিতে সবুজ-মেরুনের আক্রমণকে নির্বিষ করে দেওয়ার জন্য তাঁদের উপর ভরসা করছেন স্টিফেন। সমর্থকরাও তাকিয়ে এই দুই তরুণের দিকে। ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল এফসি

79

জাতীয় দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের তরুণ ফুটবলার হিমাংশু জ্যাংরা। সেখান থেকে ফিরে তিনি সিনিয়র দলের অনুশীলনে যোগ দিয়েছেন। কলকাতা ডার্বিতে লাল-হলুদ কোচ এই তরুণকে ব্যবহার করেন কি না, সেটাই এখন দেখার। ইতিমধ্যেই নজর কেড়েছেন হিমাংশু। ডার্বিতে খেলার সুযোগ পেলে তিনি ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি। ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল এফসি

89

নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে মাঝমাঠে কিরিয়াকুর সঙ্গে জর্ডান ও'ডোহার্টিকে ব্যবহার করেন ইস্টবেঙ্গল কোচ। তাঁর এই পরিকল্পনা দারুণ সফল হয়। কিরিয়াকুর সঙ্গে জর্ডানের জুটি জমে ওঠে। এই দুই ফুটবলারই রক্ষণ ও আক্রমণে সাহায্য করেন। তাঁরা দু'জনেই গোল পান। কলকাতা ডার্বিতেও তাঁদের দিকে তাকিয়ে লাল-হলুদ জনতা। ডার্বিতে ভাল খেলতে তৈরি জর্ডান। ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল এফসি

99

২০২০-২১ মরসুমে প্রথমবার আইএসএল-এ যোগ দেয় ইস্টবেঙ্গল। তারপর থেকে এখনও পর্যন্ত কোনওদিন পরপর দুটো ম্যাচ জেতেনি লাল-হলুদ ব্রিগেড। কলকাতা ডার্বিতে চারবারের সাক্ষাতেই হারতে হয়েছে। এবার কি চাকা ঘুরিয়ে দিতে পারবেন ক্লেটন সিলভা, নাওরেম মহেশরা? শনিবার তাঁদের বড় পরীক্ষা। এটিকে মোহনবাগান জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। ফলে লাল-হলুদের কাজটা সহজ হবে না। ছবি সৌজন্যে ইস্টবেঙ্গল এফসি

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos