কলকাতা ডার্বি নিয়ে সবুজ-মেরুনের ডিফেন্ডার প্রীতম কোটাল বললেন, “ডার্বি সবসময় আলাদা। সব বাঙালির কাছেই এই ম্যাচের বিশেষ গুরুত্ব আছে। ডার্বি সবসময় ৫০-৫০। আশা করি এবারও আমরা জিততে পারব। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ায় দলের মনোবল তুঙ্গে। আশা করি শনিবার জয় পাব।”
এবারই প্রথম সবুজ-মেরুনে যোগ দেওয়া আশিক কুরুনিয়ান বললেন, “ইস্টবেঙ্গল ভাল দল। শনিবার আমাদের জিততে হলে ভাল খেলতে হবে। কোচ আমাকে যেখানে খেলতে বলবেন সেখানেই খেলব। প্রথম দলে থাকাই আসল ব্য়াপার।”