২.ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। লা-লিগায় যোগ দিয়েছিলেন ২০০৯-১০ মরশুমে। তারপর শুধুই ইতিহাস। অবিশ্বাস্য গতিতে গোল করে গেছেন একের পর এক মরশুমে। তিনিই লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার যিনি এক মরশুমে প্রথমবার ৪০ গোল করেন। এছাড়া লা-লিগায় দ্রুততম হিসাবে ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০ গোল করার রেকর্ড রয়েছে তারই দখলে। ৯ মরশুম রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কাটিয়েছেন লা-লিগায়। এই সময় মোট ২৯২ টি লা-লিগার ম্যাচে খেলে প্রতি ম্যাচে একটিরও বেশি গোলের গড় আগাগোড়া ধরে রেখে করেছেন ৩১১টি গোল। অনেকে বিশ্বাস করেন যদি তিনি নিজের গোটা কেরিয়ার লা-লিগায় কাটাতেন তবে ক্লাব ফুটবলে গোলের দিক দিয়ে কোনও রেকর্ড তার অধরা থাকতো না।