ম্যানচেস্টার সিটি-
গোটা মরশুমে সিটি ভুগছে ডিফেন্সের সমস্যায়। দুর্বল ডিফেন্সের জন্য তাদের হারতে হয়েছে নরউইচ সিটি, উলভসের মতো দলের কাছে। এদিকে যেই ম্যাচ গুলো তারা জিতেছে তার মধ্যে বেশিরভাগ গুলিতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। এখনও চ্যাম্পিয়ন্স লিগের খেলা বাকি রয়েছে তাদের।