• দেশ ও ক্লাবের জার্সিতে দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে শুধু অবিশ্বাস্য গোলরক্ষক নয়, অসাধারণ অধিনায়ক হিসেবে বিশ্ব ফুটবলে তার নাম তিরকাল স্মরণ রাখবে সকলে। অধিনায়ক হিসেবে দেশকে দুটি ইউরো কাপ ও একটি বিশ্বকাপ পরপর দেওয়ার রেকর্ড খুব কম প্লেয়ারের রয়েছে। তার অসাধারণ কেরিয়ার তাকে কিংবদন্তী তকমা দিয়েছে।