মেসি বলেন, 'আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে, চাইলে আমি ক্লাব ছাড়তে পারি। প্রসিডেন্ট সবসময় বলতেন, মরশুমের শেষে ক্লাবে থাকা-না থাকার বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারি। এখন ওরা বলছে ১০ জুনের আগে আমি ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানাইনি। লা লিগা শেষ হওয়ার কথা ছিল জুনে। করোনা মহামারির জন্য মরশুম দীর্ঘায়িত হয়। আমার এবছর বার্সেলোনায় থেকে যাওয়ার একটাই কারণ। আমি থাকছি কারণ, প্রেসিডেন্ট জানিয়েছেন এবছর আমার ক্লাব ছাড়ার একটাই উপায়। ৭০০ মিলিয়ন ইউরোর শর্ত পূরণ করতে হবে, যেটা সম্ভব নয়।'