২০১১-১২:
মেসির জীবনের শ্রেষ্ঠ মরশুম। দুর্দান্ত ফর্মে থাকা এল.এম.টেন লিগে ৩৭ টি ম্যাচ খেলে মোট ৫০ টি গোল করে পিচিচি জিতেছিলেন এই মরশুমে। যা আজও একটি রেকর্ড। ৫০ টি গোলের পাশাপাশি তিনি ১৬ টি গোলে সহায়তাও করেছিলেন। কিন্তু নিজে সেরা ফর্মে থাকলেও বার্সা-কে এই মরশুমে লা-লিগা জেতাতে পারেননি তিনি।