মোহনবাগান রক্ষণভাগে, মোরান্তের সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছিল ত্রিনিদাদের এই সেন্টার ব্যাকের। প্রকৃতপক্ষে, ১৬ ম্যাচে মাত্র ১৩ টি গোল খাওয়া মোহনবাগানের রক্ষণ ছিল সবথেকে সফল। সাইরাস ১১ টি ম্যাচে খেলেছিলেন। ১ টি গোল করেছিলেন এবং ২ টি অ্য়াসিস্টও করেন। বর্তমানে, থাই লিগ ২-এ চাইনাট এফসি-তে খেলছেন।