ঐতিহ্যের সবুজ-মেরুন মিলে গেল ইতিহাসের টাইমস স্কোয়ারে

মার্কিন মুলুকেও পালিত হল ঐতিহাসিক মোহনবাগান দিবস। নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়্যারের ন্যাশডাক বিলবোর্ডের রং হল সবুজ মেরুণ। সম্মান জানানো হল শতাব্দী প্রাচীন ক্লাবের গর্বের ইতিহাসকে।
 

Sudip Paul | Published : Jul 29, 2020 6:18 AM IST
18
ঐতিহ্যের সবুজ-মেরুন মিলে গেল ইতিহাসের টাইমস স্কোয়ারে

মহামারীর কারণে সাড়ম্বড় না থাকলেও, ঐতিহাসিক মোহনবাগান দিবসে সেজে উঠেছে ক্লাব। প্রতিবছর দিনটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলেও, এবছর তার ব্য়তিক্রম। করোনার কারণে স্বাস্থ্যের কথা ভেবে অনলাইনে দিনভর একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি।
 

28

প্রতিবছরের মতো সাড়ম্বর না থাকলেও, এবার মোহনবাগান দিবসে বাড়তি পাওনা সদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কেও ২৯ জুলাই সবুজ মেরুন। মোহনবাগান দিবস উপলক্ষে শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতীক ও লোগোয় সেজেছে ঐতিহ্যের টাইম স্কোয়ার।
 

38

ঘড়ি কাঁটায় ঠিক রাত বারোটা। ভারতীয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঠিক তখনই নিউ ইয়র্কের বিখ্যাত বিখ্যাত টাইম স্কোয়্যারের ন্যাশডাক বিলবোর্ডে ভেসে উঠল মোহনবাগানের ছবি। পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙ ভেসে উঠল বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে।

48

সুদূর মার্কিন মুলুকে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাবের গৌরবগাথাকে সম্মান জানানো হল অভিনব ভাবে। ডোনাল্ড ট্রাম্পের দেশের নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে ন্যাশডাক বিলবোর্ডে শোভা পেল গঙ্গাপাড়ের ক্লাবের ঐতিহ্যের লোগো। 
 

58

শুধু সবুজদ-মেরুণ রং বা পালতোলা নৌকায় সেজে ওঠেনি টাইম স্কোয়ার। সেখানে ভিড় জমান মোহন বাগান সমর্থকরাও। প্রিয় ক্লাবের ইতিহাসে গর্বের দিনে সামিল হন মার্কিন মুলুকের মেরিনার্সরা।

68

বাগান সমর্থকদের কাছে আজকের দিনটা সত্যিই গর্বের। ইতিহাসের টাইমস স্কোয়ারে মোহনবাগান দিবস পালন, বাগান সমর্থকদের কাছে বাড়তি পাওনা বলেই মনে করছেন সকলে। 

78

মিলে গেল ঐতিহ্যের মোহনবাগান। কলকাতা মিলে গেল মার্কিন মুলুকের নিউইয়র্কে।  মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেন, 'দিনটা সত্যিই গর্বের। শতাব্দী পেরনো ক্লাবের বিভিন্ন মুহূর্তের কোলাজ জায়গা পাবে ইতিহাসের টাইমস স্কোয়ারে। মোহনবাগান দিবসে এর থেকে আনন্দের আর কী হতে পারে।'

88

সুদূর আমেরিকার হাইটেক সিটি নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে মোহনবাগানের বিল বোর্ড, তাও আবার ২৯শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষ্যে,এই ঘটনা শুধু মোহনবাগান সমর্থকদের নয়,বাঙালি ও সমগ্র দেশবাসীর কাছে গর্বের।

Share this Photo Gallery
click me!

Latest Videos