দুর্দান্ত রক্ষণ-
এবারের লা লিগার রিয়ালের রক্ষণকে সেরা বলে উল্লেখ করেছেন সবাই। রিয়ালের এমন নিখুঁত রক্ষণভাগ আগে চোখে পড়েনি কারও। এ জন্য প্রশংসা পেতে পারে ফেরলান্ড মেন্দি। রিয়ালের রক্ষণের চেহারাই বদলে দিয়েছেন মেন্দি। এতদিন রিয়ালের বাঁ প্রান্তের নিয়মিত সাইড ব্যাক মার্সেলো ঘন ঘন আক্রমণে উঠে গিয়ে দলের রক্ষণে শূন্যস্থান রেখে দিতেন, এবং পরে নেমে এসে তা পূরণ করতে পারতেন না। ফলে চাপ বাড়ত র্যামোসের ওপর, প্রতিপক্ষ রক্ষণের এই দুর্বলতা কাজে লাগাত। কিন্তু মেন্দি প্রতিপক্ষদের আর সেই সুযোগ উপহার দেননি।