নিজের হস্তমৈথুনের ভিডিও শেয়ার, তারপর যা হল রাশিয়ার ফুটল দলের অধিনায়কের

মাঠ ও মাঠের বাইরে ফুটবলাররা প্রয়াশই নানা বিতর্কে জড়িয়ে থাকেন। কিন্তু রাশিয়ার জাতীয় দলের ফুটবলার তথা অধিনায়ক যে কাণ্ড ঘটিয়েছেন তার উদাহরণ হয় তো নেই বলা চলে। নিজের হস্তমৈথুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চরম বিতর্কে জড়ালেন ফুটবলার আর্টেম ডিজুবা। তারপর কি হল চলুন জানা যাক।

Sudip Paul | Published : Nov 18, 2020 4:17 PM
16
নিজের হস্তমৈথুনের ভিডিও শেয়ার, তারপর যা হল রাশিয়ার ফুটল দলের অধিনায়কের

রাশিয়ার জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য প্লেয়ার ও অধিনায়ক আর্টেম ডিজুবা। কিন্তু এমন কাণ্ড ঘটাবেন তা স্বপ্নেও বাবতে পারেননি কেউ। নিজের হস্তমৈঠুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
 

26

অনলাইনে হস্তমৈথুন করার একটি ভিডিও প্রকাশের পরে তার জাতীয় দল তাকে  সাময়িকভাবে দল থেকে সাসপেন্ড করে। চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয় আর্টেম ডিজুবাকে।
 

36

ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে রাশিয়া দলের কোচ স্তানিশলাভ চেরোশেভ জানান, আমরা ফুটবলারদের মাঠ ও মাঠের বাইরে সব জায়গাতেই শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে শেখাই এই ঘটনা কখনই কাম্য নয়। 

46

জাতীয় দল থেকে বাদ পড়লেও নিজের ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলতে নামেন এই ৩২ বছর বয়সী ফুটবলার। সেখানেও সমর্থকরা তাক বিদ্রুপ করেন তার কীর্তির জন্য।

56

যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সোশ্যাল  মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন আর্টেম ডিজুবা। তিনি লেখেন, সবাই একটা ভুল করে, আমিও করে ফেলছি। কিন্তু আমি অনুতপ্ত। আর ভালো মানুষ হয়ে উঠতে চাই।
 

66

সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার পর কিছুটা নমনীয় হয় তার জাতীয় দল। ফের তাকে দলে ডাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই ঘটনার জন্য শাস্তি হিসেবে জরিমানা করা হচ্ছে আর্টেম ডিজুবাকে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos