জন্মদিনে সেরা উপহার, এশিয়ান কাপের সবথেকে জনপ্রিয় ফুটবলার নির্বাচিত হলেন সুনীল ছেত্রী

দেশের জার্সিতে ৭২টি গোল করে ফেলেছেন ভারতীয় ফুটবলের সুপার স্চার সুনীল ছেত্রী। বর্তমানে আন্তর্জাতিক গোলের নিরিখে এগিয়ে রয়েছেন মেসির থেকেও। সামনে রয়েছে শুধু মাত্র সিআরসেভেন। জন্মদিনেও অনন্য সম্মান পেলেন ফুটবল তারকা। নির্বাচিত হলেন এশিয়ান কাপের সব থেকে জনপ্রিয় ফুটবলার হিসেবে।

Sudip Paul | Published : Aug 3, 2020 11:19 AM IST
16
জন্মদিনে সেরা উপহার, এশিয়ান কাপের সবথেকে জনপ্রিয় ফুটবলার নির্বাচিত হলেন সুনীল ছেত্রী

আজ ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রীর ৩৬ তম জন্মদিন। জন্মদিনের সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় ফুটবলের গোল মেশিন। ভেচ্ছা জানিয়েছে ভারতীয় ফুটবল দল-সহ গোটা দেশ। টুইটে নিজেদের প্রিয় তারকাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সুনীলের ভক্তরা।
 

26

রাখী বন্ধনের দিন ৩৬ তম জন্মদিনটা স্পেশাল হয়ে রইল ভারতীয় স্ট্রাইকারের কাছে। কারণ জন্মদিনে অনন্য সম্মান পেলেব সুনীল ছেত্রী। গতবারের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদাকে হারিয়ে এই অনন্য সম্মান অর্জন করলেন তিনি।

36

ভারতীয় ফুটবলে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার এই মুহূর্তে সুনীল ছেত্রীই। তরুণ–তুর্কিদের কাছে তিনি অন্যতম আইকন। ২০১৯–এর AFC এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কে ছিলেন তাই নিয়ে ফুটবল প্রেমীদের কাছে একটা ভোট চাওয়া হয়েছিল। সেই ভোট পর্ব চলে গত ১৯দিন ধরে। ভোটপর্বের পুরো ব্যাপারটাই পরিচালিত হয় এএফসির নিজস্ব ইনস্টাগ্রামে। 

46

রবিবার সেই ভোট পর্ব শেষ হওয়ার পর গণনা হয়। দেখা যায় মোট ৫৬১,৮৫৬ ভোট পড়েছে। প্রাথমিক স্তরের গণনায় সুনীল পিছনে ফেলে দিয়েছেন সামুরোদাকে। এএফসি তাই টুইটারে সুনীলকে অভিনন্দন জানিয়ে বলেছে, “এএফসি এশিয়ান কাপ ২০১৯–এ প্রিয় ফুটবলার বাছাইয়ের উপর একটা ভোট নেওয়া হয়েছিল। তাতে সুনীল এগিয়ে। তাই সুনীলকে অভিনন্দন জানানো হচ্ছে।”
 

56

সদ্য ৩৬ বছরে পা দেওয়া সুনীল গ্রুপ পর্বের খেলায় দু’টো গোল করেছিলেন। দু’টো গোলই ছিল থাইল্যান্ডের  বিরুদ্ধে। ভারত সেই ম্যাচে ৪–১ গোলে জেতে। সকলে ভেবে নিয়েছিল ভারতের প্রি–কোয়ার্টার ফাইনালে যাওয়া একপ্রকার নিশ্চিত। কিন্তু গ্রুপ পর্বের খেলায় শেষ দু’টি ম্যাচ যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি ও বাহরিনের কাছে হেরে বসে ভারত।

66

জন্মদিনের দিন এমন অনন্য সম্মান পেয়ে খুশি ভারতীয় ফুটবল তারকা। দেশেক জার্সিতে ১১৫ টি ম্য়াচে ৭২টি গোল করেছেন সুনীল ছেত্রী। বাইচুই পরবর্তী যুগে ভারতীয় ফুটবলের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন তিনি। আগামী দিনেও সুনীলের ঝুলিতে আসুক আরও একাধিক সাফল্য। জন্মদিনে শুভকামনা দেশবাসীর।
 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos