শুরু হচ্ছে বুন্দেসলিগা,চিনে নিন লিগের ইতিহাসে সেরা দশ গোল স্কোরারদের

Published : May 07, 2020, 10:51 AM ISTUpdated : May 07, 2020, 01:04 PM IST

করোনা আতঙ্ক কাটিয়ে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জার্মানিতে শুরু হতে চলেছে বুন্দেসলিগা। ফুটবলের হাত ধরেই প্রাণ ফিরে পেতে চলেছে জার্মানি। তার আগে দেখে নেওয়া যাক ঐতিহাসিক বুন্দাসলিগার সেরা ১০ জন গোল স্কোরারদের। যার নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।  

PREV
110
শুরু হচ্ছে বুন্দেসলিগা,চিনে নিন লিগের ইতিহাসে সেরা দশ গোল স্কোরারদের

১. গার্ড মুলার 
ক্লাব- বায়ার্ন মিউনিখ
গোল- ৩৬৫টি
ম্যাচ- ৪২৭ 
মিনিট প্রতি গোল - ১০৫

210

২. ক্লাউস ফিসচার
ক্লাব- ১৮৬০ মিউনিখ, সালকে, কলোগনে, বোখাম
গোল- ২৬৮
ম্যাচ- ৫৩৫
মিনিট প্রতি গোল- ১৭৩
 

310

৩.রবার্ট লেওনস্কি
ক্লাব- বরুশিয়া ডর্টমান্ড, বায়ার্ন মিউনিখ
গোল- ২২১
ম্যাচ-  ৩০৬
মিনিট প্রতি গোল - ১১০
 

410

৪. জাপ হেইনকস
ক্লাব- বরুশিয়া মনখেনগ্লাবাখ, হ্যানোভার 
গোল- ২২০
ম্যাচ- ৩৬৯
মিনিট প্রতি গোল - ১৪৭
 

510

৫. ম্যানফার্ড বার্গসমুলার
ক্লাব- রট ওয়েব ইসেন, বরুশিয়া ডর্টমান্ড, নুরেমবার্গ, ওয়ার্ডার ব্রেমেন
গোল- ২১৩
ম্যাচ-  ৪৪৭
মিনিট প্রতি গোল - ১৬৮

610

৬. ক্লাউডিও পিজারো
ক্লাব- ওয়ার্ডার ব্রেমেন, বায়ার্ন মিউনিখ, কলোগনে
গোল- ১৯৭ 
ম্যাচ- ৪৭৯ 
মিনিট প্রতি গোল - ১৫৫

710

৭. উলফ ক্রাসটেন
ক্লাব- বেয়ার লেভারকুসেন
গোল- ১৮২
ম্যাচ-  ৩৫০
মিনিট প্রতি গোল - ১৫২
 

810

৮. স্টিফান কুন্টজ
ক্লাব- বোখাম, উয়েরডিনগেন, কাইসার্সলাউটার্ন, আর্মেনিয়া বেইলিফেল্ড
গোল- ১৭৯
ম্যাচ-  ৪৪৯
মিনিট প্রতি গোল - ২১৩
 

910

৯. ডেইটার মুলার
ক্লাব- কিকার্স অফেনবাখ, কলোগনে,ভিএফবি স্টাটগার্ট, সারব্রুকেন
গোল- ১৭৭  
ম্যাচ-  ৩০৩
মিনিট প্রতি গোল - ১৪৭
 

1010

১০. ক্লাউস আলফস
ক্লাব- ফর্চুনা ডুসেলডর্ফ, কলোগনে, ওয়ার্ডার ব্রেমেন
গোল- ১৭৭
ম্যাচ-  ৪২৪
মিনিট প্রতি গোল - ১৯৫

click me!

Recommended Stories