Published : May 07, 2020, 10:51 AM ISTUpdated : May 07, 2020, 01:04 PM IST
করোনা আতঙ্ক কাটিয়ে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জার্মানিতে শুরু হতে চলেছে বুন্দেসলিগা। ফুটবলের হাত ধরেই প্রাণ ফিরে পেতে চলেছে জার্মানি। তার আগে দেখে নেওয়া যাক ঐতিহাসিক বুন্দাসলিগার সেরা ১০ জন গোল স্কোরারদের। যার নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।