১৯৭১ সালে পাকিস্তানের মেরুদন্ড ভেঙে স্বাধীন দেশ গড়তে রক্তগঙ্গায় স্নান করেছিল ভারত। ১৯৭১-এই ভারত-পাক যুদ্ধে করাচি বন্দরে অত্যন্ত সফল এবং ভয়াবহ হামলা চালিয়েছিল ভারতীয় নৌবহর। একের পর এক মিসাইলের জ্বলে উঠেছিল পাক বন্দর এবং পড়শি দেশের যুদ্ধজয়ের স্বপ্ন। ভারত-পাক যুদ্ধের সময় নৌ অপারেশন-এর মুহূর্তকেই তুলে ধরবে ভারতীয় নৌবাহিনী। ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কুচকাওয়াজ চলাকালীন একাত্তরের যুদ্ধের সময় পুরোনা স্মৃতিকে টাটকা করবে নৌসেনা।