১৯৭১ সালের ৪ এবং ৫ ডিসেম্বর করাচি বন্দরে পাক রণতরী ও জ্বালানির গোদাম অ্যান্টিশিপ মিসাইল দিয়ে ধ্বংস করে ভারতীয় রণতরীগুলি। ওই অভিযানের নাম ছিল অপারেশন ট্রাইডেন্ট। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল বলেছেন, আইএনএস বিক্রান্তের বিমান অভিযানের ফলে পূর্ব পাকিস্তানের জাহাজ ও তীরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা বাংলাদেশের মুক্তির ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিল।