ভারতের কোভিড ভ্যাকসিনের আঁতুড়ঘর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বহস্পতিবার দুপুরে সেখানেই লাগল আগুন। দ্রুত গোটা ভবনে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে এসেছে। তবে কোভিশিল্ড ভ্যাকসিনের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। কতটা ভয়ানক ছিল এদিনে ঘটনা? দেখে নিন ছবিতে ছবিতে -
শুধু ভারত নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশ কোভিড মোকাবিলায় তাকিয়ে রয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার দিকেই।
210
এখানেই বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়-অ্যাস্ট্রাজেনেকা সংস্খার বিকশিত কোভিশিল্ড টিকা।
310
সেই সেরামের কারখানাতেই বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ভয়াবহ আগুন লাগেছিল। বিশাল এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
410
প্রথমে আগুন লেগেছিল সিরাম ইন্সস্টটিউটের নতুন নির্মিয়মাণ একটি ভবনের দ্বিতীয় তলে। সেখান থেকে আগুন দ্রুত চতুর্থ ও পঞ্চম তলে ছড়িয়ে পড়ে।
510
ভারত ও বিশ্বের বিভিন্ন দেশেই তৈরি হয় উদ্বেগ। কোভিশিল্ড টিকা নিরাপদে আছে তো? কিন্তু, কোভিড ভ্যাকসিন নিরাপদেই আছে বলে জানা গিয়েছে। কারণ সেটি মজুত ছিল সংস্থার পুরোনো ভবনে। সেটি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে ১-১.৫ কিমি দূরে।
610
প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল জমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও ১০ টি ইঞ্জিন পাঠানো হয়। আগুন নেভাতে ব্যবহার করা হয় দল কামানও।
710
ভবনে আটকে পড়া ৩ জনকে উদ্ধার করে দমকল কর্মীরা। আরও একজন আটকে আছেন বলে সন্দেহ করা হচ্ছে।
810
বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পরেও ভবনটি ঠান্ডা করতেই দীর্ঘক্ষণ লেগে যায়।
910
তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
1010
পুড়ে যাওয়া ভবনটিতে অবশ্য বিসিজি ভ্যাকসিন রাখা ছিল বলে শোনা যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।