‘ঘৃতকুমারী’ নামটা কি চেনা চেনা লাগছে? আছা যদি ‘অ্যালোভেরা’ বলি, তাহলে নিশ্চয়ই চিনতে পারবেন। হ্যা ঠিকই ধরেছেন ক্যাকটাস বা ফণীমনসা জাতীয় উদ্ভিত এটি। এখন অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ দেখা যায়। এর হাজারো গুণ। ত্বকের উজ্জল্ল থেকে শরীরের নানা সমস্যার সবেতেই অ্যালোভেরার জুড়ি মেলা ভার। নিয়মিত অ্যালোভেরার জুস খেলে এই ৮ টি সমস্যাকে খুব সহজেই দূরে রাখা যাবে।