চা বা কফি পান না করলে শরীর খারাপ লাগে, মাথা ধরে যায়। কিন্তু, জানেন কি অতিরিক্ত ক্যাফেন আপনার শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই দিনে একাধিকবার চা বা কফি পান করবেন না। এগুলি শরীরের স্বাভাবিক ময়শ্চার নষ্ট করে দেয়। ত্বক শুষ্ক হয়ে যায়, দেখতে মলিন ও বয়স্ক লাগে।