যুগের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় সকলের জীবন থেকে ‘সময়’ এই শব্দটি ধীরে ধীরে মুছে যাছে। আর তাই ব্যাস্ততার কারণে প্রত্যেকদিন রান্না করাও হয়ে ওঠে না। ফলে একমাত্র ভরসা ফ্রিজ। অনেকের বাড়িতেই সবজি কিংবা মাছ, মাংসর বাজার রবিবার হয়। যা থেকে সপ্তাহ জুরে খাওয়া চলে। ফ্রিজে খাবার রাখলে আর কোন সমস্যা নেই, এই খাবার চালানো যাবে বহু দিন। এই ধারনা একেবারেই ভুল। খাবার বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। এতে শরীরে নানা রোগ ব্যাধি দেখা দেয়। তাই নিজেকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলার আগে মাথায় রাখুন এই বিসয়গুলি।