প্রতিদিন খবরের কাগজে মোড়া খাবার খাচ্ছেন, ক্যান্সার থেকে হতে পারে মৃত্যু
প্রতিদিন সন্ধ্যা হলেই চা এর সঙ্গে টা দরকার। আর তখনই চপ, সিঙারা, তেলেভাজার দিকে মনটা যেন চলে যায়। আর এই চপ-সিঙারা দোকান থেকে আনতে গেলেই কাগজের ঠোঙাতেই দেওয়া হয়। তবে জানেন কি বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কাগজে মোড়া চপ-সিঙারা শরীরের মারাত্মক ক্ষতি করছে।
এই অভ্যাসের জন্যই ক্যান্সারের মতোন মারাত্মক রোগেও আক্রান্ত হতে পারেন আপনি।
সাধারণত খবরের কাগজের ঠোঙা বা ছেঁড়া কাগজ দিয়েই ঠোঙা বানানো হয়। এবং সেই কাগজগুলি ছাপা হয় নানা রকম রাসায়নিক এবং কালি দিয়ে। সেই কালি গুলি সরাসরি পেটে গেলে শরীর খারাপ তো হবেই এমনকি মৃত্যু পর্যন্ত হতে।
খবরের কাগজের মধ্যে যে কালি থাকে তা কিছুটা মিশে যায় আবার কিছুটা আলগা থাকে। যখন কোনও খাবার কাগজে মুড়ে দেওয়া হয়, তখন সেই আলগা কালি লেগে যায় খাবারের গায়ে।
কাগজের খাবারে মোড়ানো সেই খাবার খেলে সেই মারাত্মক ক্ষতিকর কালি পেটে চলে যায় । এবং দীর্ঘদিন ধরে খবরের কাগজে মোড়া এই খাবার খেলে শরীর খারাপ তো হবেই মৃত্যুও আটকাতে পারবেন না নিজে।
চিকিত্সকদের মতে, খবরের কাগজে মুড়ে দেওয়া খাবার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়া খুবই দরকার।