আপনার চোখে সমস্যা, মৌরি খাওয়া অভ্যাস, তবে জেনে রাখুন এই গুরুত্বপূর্ণ বিষয়

আমরা অনেকেই আছি যারা মূল খেতে ভালবাসি। খাবারের পরে হোক কিংবা কারণে-অকারণে মুখ সুদ্ধি হিসেবে মৌরি চাই-ই চাই।  তাঁরা হয়তো অনেক সময় মনে করে থাকেন, যে মৌরি থেকে নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে, কিন্তু তার পাশাপাশি ম্যাজিকের মত কাজ দেয় এই মৌরি। 

Jayita Chandra | Published : Oct 6, 2020 4:08 AM IST
19
আপনার চোখে সমস্যা, মৌরি খাওয়া অভ্যাস, তবে জেনে রাখুন এই গুরুত্বপূর্ণ বিষয়

আপনি কি মনে করেন মৌরির রয়েছে একাধিক খারাপ গুণ। তাই বেশি মৌরি খাওয়া উচিত নয়। কিন্তু জানেন কি মৌরির গুনাগুন এর মধ্যে ঠিক কি কি পড়ে। 

29

মৌরি খেলে চোখে যে কোন সমস্যার সম্ভব। মৌরি চোখ ভালো রাখতে সাহায্য করে।

39

পেটের গ্যাস অম্বল হজমের সমস্যা রয়েছে তাদের জন্য মৌরি হলো এককথায় ধন্বন্তরি। জলের মধ্যে মৌরী ভিজিয়ে খেলেই উপকার।

49

মৌরী মুখে গন্ধ কাটিয়ে তুলতে সাহায্য করে। তাই খাওয়া দাওয়ার পর বা কোন মিটিং এর আগে অনেকেই মুখে মৌরি পুড়ে থাকেন।  

59

অনেকেরই হয়তো জানা নেই মৌরি প্রসূতি মায়ের স্তন দুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে। তাই মাঝে মধ্যে মুড়ি খাওয়া শরীরের পক্ষে উপকার।

69

অনেকেই আছে যাদের জিভে বা মুখে জ্বালা করে তাদের জন্য মৌরি এক কথায় ধন্বন্তরি। মুহূর্তে তা সেরে যায়।

79

যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে মৌরি। তাই মুড়ি অল্প পরিমাণে সকলেরই খাওয়া প্রয়োজন।

89

অনেকেরই হয়তো জানা নেই মৌরি কোলন ক্যান্সার সারাতে সাহায্য করে। মৌরিতে কৃমি ও সেরে যায়।

99

যাদের অ্যাজমার সমস্যা আছে তারা যদি মৌরি জলে ভিজিয়ে ভেপার নয় তাহলে অনেক উপকার পায়। মূর্তি ছেড়ে যেতে পারে পঙ্কাইটিস।

Share this Photo Gallery
click me!

Latest Videos