আনারসের জুস বানাতে প্রয়োজন আনারস (দেড় কাপ), লেবুর রস (আড়াই টেবিল চামচ), দারুচিনি (১ চা চামচ), নুন (স্বাদমতো)। প্রথমে আনারস টুকরো করে কেটে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে একটি গ্লাসে ঢেলে ঢেলে নিন। এবার তাতে মেশান পরিমাণ মতো লেবুর রস, দারুচিনি, নুন। ভালো করে মিশিয়ে নিন। খালি পেটে খেতে পারেন এই জুস।