ক্রমে বাড়ছে ড্রাগন ফলের চাহিদা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ড্রাগন ফলের চাষ। ভিটামিন সি, ওমেগা ৩, ওমেগা ৯, ক্যলোরি, ম্যাগনেসিয়ামে পরিপূর্ণ এই ফল। এই ফলে গুণে যেমন দূর হয় একাধিক কঠিন রোগ, তেমনই বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা। সঙ্গে চুল ও ত্বক ভালো রাখতে খেতে পারেন এই ফল। আর রইল ড্রাগন ফলের ১০টি গুণের খোঁজ। জেনে নিন এই ফল খেলে কী কী উপকার হয়ে থাকে।