কানে কম শুনছেন, সাবধান, আপনার প্রতিদিনের এই সঙ্গীটাই কারণ নয় তো

কিছু দিন ধরে আপনি অনুভব করলেন বা বুঝতে পারলেন, আপনি কানে কম শুনছেন। এমনই পরিস্থিতিতে যদি আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়, তবে নিঃসন্দেহে সমস্যা গুরুতর। তবে এই পর্যায় আপনার শ্রবণ শক্তি পৌঁচ্ছনোর আগে, একবার ভেবে দেখুন তো, আপনার এই প্রিয় সঙ্গীটাই দায়ী নয়তো! 

Jayita Chandra | Published : Feb 8, 2021 8:21 AM IST
19
কানে কম শুনছেন, সাবধান, আপনার প্রতিদিনের এই সঙ্গীটাই কারণ নয় তো

কানে হেডফোন না হলে চলে না। এমন স্বভাবের রয়েছে অনেকেই। প্রতিদিন ঘুম থেকে ওঠা আর ঘুমতে যাওয়া, এর মাঝের সময়টাতে হেডফোন চাই। 

29

এমন সমস্যাতে যাঁরা ভুগছেন, তারা যে শরীরের আরও অনেক সমস্যাই ডেকে আনেন তা হয়তো তারা নিজেরাও জানেন না।

39

যার মধ্যে একটি অন্যতম সমস্যা হল কানে কম শোনা। কয়েকদিন থেকেই কানে কম শুনছেন! বা মাথাটা কেমন ঝিম ধরে রয়েছে! 

49

এর একটাই কারণ তা হল হেডফোনের অতিরিক্ত ব্যবহার। বেশি জোরে আওয়াজ শুনে শুনে সেটাই বর্তমানে অভ্যাসে দাঁড়িয়েছে। 

59

যার ফলে আস্তে বলা কথা বা শব্দ কানে এখন আর ঢোকে না। এতেই সমস্যা শুরু হয়। একটা সময় আসে যখন হেডফোনের সর্বোচ্চ আওয়াজেই শুনতে হয়, নয়তো তা আস্তে মনে হয়। 

69

আপনি যখন এই পর্যায় পৌঁচ্ছে যাচ্ছেন, তখনই সতর্ক হওয়া প্রয়োজন। নয়তো একটা সময়ের পর ক্রমেই শ্রবণ শক্তি বিকল হতে থাকবে। যা পরবর্তীতে আপনার বধির হওয়ার কারণও হতে পারে। 

79

অনেকে আছেন যারা মনোসংযোগ করতে হেডফোন লাগিয়ে থাকেন, তাঁদের উচিৎ লো ভলিউমে কোনও মিউডিক শোনা। 

89

কখনই দু বা তিন ঘণ্টার বেশি দিনে হেডফোন ব্যবহার কার উচিৎ নয়। বিশেষ করে রাতে শোওয়ার সময়। নয়তো তা সারা রাত কানে বাজতে থাকে, এবং অনেকেই সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েন। 

99

এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos