আইস্ক্রিম খেতে মানা করে সকলে, এবার তাদের জানিয়ে দিন আইস্ক্রিমেও আছে এই পাঁচগুণ

Published : Feb 26, 2021, 08:03 PM IST

আইসক্রিম খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু তারই মধ্যে অনেকেই বলে থাকেন বেশি আইস্ক্রিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু এমনটা সঠিক নয়। বরং আইসক্রিম খেলে শরীর ভালো থাকে। সঙ্গে মেলে অনেক উপকারীতাও। 

PREV
18
আইস্ক্রিম খেতে মানা করে সকলে, এবার তাদের জানিয়ে দিন আইস্ক্রিমেও আছে এই পাঁচগুণ

অনেকেই মনে করেন যে আইসক্রিম খেলে মোটা হয়ে যায়। কিন্তু এই তথ্য সম্পূর্ণভাবে সঠিক নয়।  

28

ইচ্ছে মতন বেশি মাত্রায় খেলে তা ক্ষতিকারক। কিন্তু স্বাস্থের বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে আইসক্রিমের জুড়ি মেলা ভার। 

38

তাই এবার থেকে জেনে রাখুন আইসক্রিম খাওয়ার প্রয়োজনীয়তা।

১. ক্যালসিয়াম দাঁত ও হাড়ের  স্বাস্থের জন্য উপকারী। তাই আইসক্রিম খেলে যারা দুধ খান না তাদের শরীরে দুধের খামতি মেটাতে সাহায্য করে। 

48

২. আইসক্রিম এনার্জি দেয়। ফলেই যখনই শরীর দুর্বল লাগবে বা কাজে মন বসবে না, তখনই আইসক্রিম খেয়ে নিন। দেখবেন শরীরে শক্তি পাচ্ছেন।  

58

৩. আইসক্রিমে থাকে অনেক ভিটামিন। ভিটামিন এ, ডি, কে, ই ছাড়াও আইসক্রিমে থাকে থায়ামিন, নিয়ামিন প্রভৃতি। 

68

৪. আইসক্রিম থেকে মোটা হয় না, বরং আইসক্রিম খেলে শরীরের ক্যালরি বার্ন হয় অতিমাত্রায়। ফলে ওজন কমে আইসক্রিম খেলে। 

78

৫. মস্তিষ্কের হরমোন নিঃসরণে ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে আইসক্রিম। তবে তা অতিমাত্রায় খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক। 

88

শনিবার বেলা এগারোটা নাগাত মুম্বই ক্রাইম ব্রাঞ্চে হৃত্বিককে ডেকে পাঠানো হয়। সেখানেই হৃত্বিকের বয়ান রেকর্ড করা হবে।

click me!

Recommended Stories