স্যালাড- গরমকালে শরীরে জলের চাহিদা মেটাতে দারুণ কাজ করে স্যালাড। স্যালাডের মধ্যে যে সব্জি-ফল-পাতা দেওয়া হয় তাতে ৯৫ শতাংশ পর্যন্ত জল থাকে। এছাড়াও প্রোটিন এবং ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিডে ভরপুর স্যালাডে ফ্যাট থাকে না বললেই চলে এবং ক্যালোরিও অনেক কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে।