চলছে মার্চ। আর কদিন পরই পড়বে এপ্রিল। এপ্রিলের গরম মানেই সকলের কাছে আতঙ্ক। শুধু এপ্রিল নয়, সঙ্গে মে, জুন পর পর গরমের সময়। এই গরমে প্রায় সকলেরই খাবার তেমন রুচি থাকে না। মুখের টেস্ট বদলাতে সকলেই ক্যান্ডি বা চকোলেট খেয়ে ফেলি। এতে সাময়িক পেট ভরাও লাগে। কিন্তু, এবার থেকে এই ভুল আর করবেন না। চকোলেট থেকে বাড়ে সুগার।