এছাড়া টয়লেটের ভিজে পরিবেশে ব্যাকটিরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিকভাবে হাত না ধোওয়া বা টয়লেট ব্যবহারের সময় সেই জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই-কোলাই, সিগেল্লা এবং ক্যামফাইলো ব্যাকটরের মতো ব্যাকটিরিয়া। তাই টয়লেটে ফোন না নিয়ে যাওয়াই ভালো।