ইমিউনিটি বাড়াতে রসুন খাচ্ছেন, যৌন মিলনে বিপদ, তাই ভেবে চিন্তে রসুন খান

Published : Oct 07, 2020, 11:15 PM IST

রসুনের রয়েছে একাধিক গুণাগুণ। তাই সকলেই এখন কম বেশি রসুনের দিকে ঝুঁকেছেন। কখন, কীভাবে রসুন খেলে উপকার পাওয়া যাবে তাও সকলেরই হয়তো জানা। কিন্তু রসুন থেকে যে এই অপকারটা হতে পারে, তা কি কেউ জানেন!

PREV
18
ইমিউনিটি বাড়াতে রসুন খাচ্ছেন, যৌন মিলনে বিপদ, তাই ভেবে চিন্তে রসুন খান

যৌন জীবনের ক্ষেত্রে একাধিক বিষয় মাথায় রাখা প্রয়োজন। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে ছোট ছোট বিষয়গুলি বড় সমস্যা তৈরি করেছে। 

28

তেমনই এক ছোট বিষয় হল রসুন। রসুনের গুণাগুণের কথা মাথায় রেখে অনেকেই তা খেয়ে থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন পদের মধ্যে তা দিয়ে থাকেন। 

38

তা থেকেই বেড়ে যায় বিপদ। রসুনের থেকে মুখে এক বাজে গন্ধের সৃষ্টি হয়। যা এক সুন্দর যৌন জীবনকে নষ্ট করতে সক্ষম। 

48

অনেক সময় দেখা যায় সঙ্গমে যৌন কোনও সমস্যা না থাকার সত্ত্বেও কিছু না কিছু কারণে পাটনারকে সন্তুষ্ট করে ওঠা যায় না। 

58

তাই এই সময় কয়েকটি জিনিস মাথায় রাখা একান্ত প্রয়োজন। যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যেমন জরুরী, ঠিক ততটাই জরুরী মুখের যত্ন নেওয়া। 

68

রসুন খেলে মুখ থেকে বাজে গন্ধ অধিকাংশ সময়ই সুন্দর যৌন সম্পর্কে ব্যাঘাত ঘটায়। তাই কখন রসুন খাচ্ছেন তা বুঝে নেওয়া প্রয়োজন। 

78

সঙ্গমের আগের মুহূর্তে একদমই রসুন খাওয়া উচিৎ নয়। এতে সমস্যা বাড়বে, ও ধীরে ধীরে যৌন জীবনের প্রতি পাটনারের অনিহা তৈরি হবে। 

88

তাই রসুন খাবার আগে সতর্ক থাকুন। নির্দিষ্ট টাইম করে রসুন খান। এবং যৌন মিলনের আগে মুখ সুদ্ধি ব্যবহার করুন। 

click me!

Recommended Stories