আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এই বছরের হেপাটাইটিস দিবস এর থিম হ'ল 'হেপাটাইটিস মুক্ত ভবিষ্যৎ'। প্রতি বছর এই লিভারের রোগের কারণে বিশ্বব্যাপী এক কোটি ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু হয়। তবে এই রোগ ছোঁয়াচে নয় বলে এর প্রতি ভীতিটাও অনকে কম। এই সময় বর্ষার ফলে নানান সংক্রমণের পাশাপাশি করোনা সংক্রমণও ছড়িয়ে পড়ছে দ্রুত ভাবে। তবে এই সয়মে হেপাটাইটিস রোগেরও প্রাদুর্ভাব ঘটেয। তাই এই সময় বিশেষত সতর্ক হওয়া দরকার। এই হেপাটাইটিস রোগ টি কি? জেনে নিন এই রোগের লক্ষণ ও এর প্রকারভেদ।