কলকাতাকে টেক্কা হাওড়ার, করোনা যুদ্ধে জিতলেন ১০১ জন
ব্যবধান দিন কুড়ির। করোনা চিকিৎসায় ফের সাফল্যের নজির গড়ল হাওড়ার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল। এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০১ জন রোগী। একসঙ্গে হাসপাতাল থেকে ছুটি পেলেন সকলে। হাততালি দিয়ে তাঁদের অভিনন্দন জানালেন হাসপাতালের কর্মীরা।
Asianet News Bangla | Published : May 30, 2020 6:24 PM / Updated: May 30 2020, 06:28 PM IST
হাওড়ার করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই জেলাকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৩১ জন মহিলা, ২০১ জন পুরুষ। আর বাকি ২২ জন শিশু। ফুলেশ্বরের সঞ্জীবন কোভিড হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি ৩৫৪ জন।
তাঁদের মধ্যে ১০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শুক্রবার। কেউ হাওড়ার বাসিন্দা, তো কারও বাড়ি আবার হুগলিতে।
মুখে মাস্ক, হুইলচেয়ারে চেপে যখন একে একে হাসপাতালে বাইরে আসছিলেন রোগীরা, তখন হাজির ছিলেন শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী নির্মল মাজি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি-সহ আরও অনেকে।
হাততালি দিয়ে অভিনন্দন জানানো হয় করোনা জয়ীদের। সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র বলেন, '১০১ জন রোগীকে সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে আমরা আনন্দিত।'
।