ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগ। ক্রমশই ঘন কালো আকার নিচ্ছে নীলাকাশ। জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। যা মাঝে মাঝে ৮০ কিলোমিটার পার করে যাচ্ছে। প্রকৃতির এই আচরণ বুঝিয়ে দিচ্ছে ঘূর্ণিঝড় আমফান আর বেশিদূরে নেই। পূর্বাভাস অনুযায়ী আজ বিকেল বা সন্ধের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান।