পুলিশকর্মীদের মাথায় এবার পুষ্পবৃষ্টি, রবি-দিবসে বদলে গেল হাওড়া
এ যেন উলটপুরাণ! জনরোষ নয়, এবার রাস্তায় পুষ্পবৃষ্টি করে পুলিশকর্মীদের কৃতজ্ঞতা জানালেন স্থানীয় বাসিন্দারা। উঠল জয়ধ্বনিও। ২৫ বৈশাখের সকালে এমনই ছবি ধরা পড়ল হাওড়ার বাগনানে।
Asianet News Bangla | Published : May 8, 2020 7:02 PM / Updated: May 08 2020, 07:29 PM IST
দিন কয়েক আগে হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন উপেক্ষা করে বাইরে বেরিয়ে পড়েছিলেন বহু মানুষ। ভিড় জমে গিয়েছিল বেলিলিয়াস রোডে।
পুলিশ যখন ভিড় সরাতে যায়, তখন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জনরোষের মুখে পড়েন পুলিশকর্মীরা। তাঁদের লক্ষ করে শুরু হয় ইঁটবৃষ্টি, ছোঁড়া হল বোতলও।
২৫ বৈশাখের সকালে কিন্তু অন্য ছবি ধরা পড়ল হাওড়ার বাগনানে।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে উলুবেড়িয়া মহকুমা ১২টি থানায় এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন পুলিশকর্মীরা। সামাজিক দূরত্ব মেনে গান গেয়ে মানুষকে সচেতন করছিলেন তাঁরা। ছিলেন হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আশিস মৌর্য ও বাংলার মহিলা ক্রিকেট দলের সদস্য অনিন্দিতা চট্টোপাধ্যায়
এবার কিন্তু আর জনরোষের মুখে পড়তে হল না উর্দিধারীদের। বরং রাস্তায় বেরিয়ে পুলিশকর্মীদের মাথায় পুষ্পবৃষ্টি করলেন স্থানীয় বাসিন্দারা।